বাংলার মা বোনদের জন্য দুর্দান্ত সুসংবাদ!

Title: বাংলার মা বোনদের জন্য দুর্দান্ত সুসংবাদ! ১০০০-১২০০ এখন অতীত! একাউন্টে ঢুকবে কাঁড়ি কাঁড়ি টাকা!

Focus:

বাংলার মা বোনদের
জন্য দুর্দান্ত সুসংবাদ!

১০০০-১২০০ এখন অতীত!

একাউন্টে ঢুকবে
কাঁড়ি কাঁড়ি টাকা!

এই টাকায় বাংলার মা বোনেরা
হয়ে উঠবেন ঘরের রানী!

চাইলে বরকেও দাবড়ি
দেখিয়ে চুপ করিয়ে দিতে পারবেন!

কত টাকা ঢুকবে জানেন?
শুনলে কোমর দুলে উঠবে আপনার

Body:

আচ্ছা যদি জিজ্ঞেস করা হয় এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প কোনটি? অবশ্যই লক্ষী ভান্ডার! আর কেন হবে না বলুন তো। এই প্রকল্পের হাত ধরেই আজ বাংলার মা বোনেরা নিজেদের হাত খরচের টাকাটুকু পেয়ে থাকেন। আর লক্ষ্মীর ভান্ডার বাংলার মা বোনেদের নয়নের মণি। বিশেষ করে বেকার এবং গৃহবধুদের কাছে এই লক্ষীর ভান্ডার সহায় সম্বল। বাংলা মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রকল্প চালু করে গিয়েছেন। তার মধ্যে এই লক্ষীর ভান্ডার অন্যতম। এমনকি লোকসভা ভোটে লক্ষ্মীর ভান্ডারকে পাখির চোখ করে আরো শক্তিশালী এবং মজবুত করে তুলেছেন মমতা ব্যানার্জি। একসময় এই ভাতার পরিমাণ ছিল ৫০০ এবং ১০০০। তবে তার পরিমাণ এখন হয়ে দাঁড়িয়েছে ১০০০ এবং ১২০০। কিন্তু এখন এই টাকার পরিমান আরো বৃদ্ধি পাবে। ১০০০-১২০০ নয় মাস গুনে ঢুকবে আরও বড় বড় কড়কড়ে নোট। এই লক্ষীর ভান্ডারের হাত ধরে বাংলার মা বোনেরা রানীর মত দিন যাপন করতে পারবেন।

ভোট যেন সত্যিই বাংলার মা-বোনেদের জন্য লক্ষ্মী। কিভাবে জানেন? একুশের বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী এই লক্ষ্মীভাণ্ডার প্রকল্প চালু করেন। এরপর ২৪ এর লোকসভা ভোটে সেই ভাতার পরিমান দ্বিগুণ করে দেওয়া হয়। আর এখন শোনা যাচ্ছে এই টাকার পরিমাণ নাকি ৩ গুন করে দেওয়া হবে। তাহলে একবার হিসাব করলে কত টাকা আসবে ভাবতে পারছেন? আর এ কথা শোনা যাচ্ছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কন্ঠে। শাসক থেকে বিরোধী সকলেই নিশানা করছেন লক্ষ্মীর ভান্ডারকে। শাসক দলের মতে বাংলায় বিরোধীদল ক্ষমতায় আসলে লক্ষীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে। আর তারই প্রতিবাদে সুর চড়িয়েছেন বিজেপির সেকেন্ড ইন কমান্ড। সম্প্রতি অমিত শাহ পশ্চিমবঙ্গে এসে জনসভা করে যান। শ্রীরামপুরে জনসভা করতে এসে বাংলার মা বোনেদের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন বিজেপি ক্ষমতায় আসলে লক্ষীর ভান্ডার বন্ধ হবে না,,,,,,,,,,,,,বরং টাকার পরিমাণ ১০০ টাকা করে বাড়িয়ে দেওয়া হবে। শ্রীরামপুরে একথা বললেও বনগাঁ গিয়ে তিনি কিন্তু অন্য কথা বলেন। তিনি দাবি করেন রাজ্যে বিরোধীদল ক্ষমতায় আসলে এই প্রকল্পের পরিমাণ নাকি তিনগুণ বাড়িয়ে দেওয়া হবে! তবে ঠিক কত টাকা বাড়ানো হবে তা কিন্তু পরিষ্কার হয়নি। আর এ কথা শুনেই রীতিমতো চাঞ্চল্য ছড়ায় রাজ্য থেকে রাজনীতি মহলে। এমনকি রাজ্যের শাসকদলের নেতারাও একথা শুনে মুখ চেপে হাসতে থাকেন।

কারণ তাদের মতে, মমতা ব্যানার্জির প্রকল্প নিয়েই শেষ পর্যন্ত বিরোধীদল টানা হেচঁড়া করতে হচ্ছে। অন্যদিকে, বিজেপি নেতাদের একাংশ মন্তব্য করেন, বাংলার এই প্রকল্প নাকি অন্য রাজ্য থেকে চুরি করা। শুধুমাত্র নামটাই বদলানো হয়েছে। তবে বিজেপি ক্ষমতায় আসলে কি করতে পারে, আর না পারে তা সময় বলে দেবে। কিন্তু এই দ্বিধাদ্বন্দের মধ্যে মুশকিলে পড়েছেন বাংলার মা-বোনেরা। কেউ বলছে তিন মাস পর বন্ধ হয়ে যাবে লক্ষীর ভান্ডার, আবার কেউ বলছেন লক্ষী ভান্ডারের টাকা বেড়ে যাবে। শেষ পর্যন্ত কি হবে সেটাই ভেবে কুলকিনারা পাচ্ছেন না সকলে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *