গাড়ির ভিতর থেকেই বেরিয়ে আসছে ক্যান্সারের জীবাণু! গাড়ির ভিতরে মিলেছে মারণরোগের বিষ

গাড়ির ভিতর থেকেই বেরিয়ে আসছে ক্যান্সারের জীবাণু!
গাড়ির ভিতরে মিলেছে মারণরোগের বিষ

গাড়ির ভিতর থেকেই
বেরিয়ে আসছে ক্যান্সারের জীবাণু!

গাড়ির ভিতরে মিলেছে
মারণরোগের বিষ!

দয়া করে লং ড্রাইভে
যাওয়ার আগে সাবধান!

দেখুন এই প্রতিবেদন

এতক্ষণে নিশ্চয় আপনারা অবাক হয়ে গেছেন? পুরো বিষয়টা অবিশ্বাস্য লাগছে বেশ! কিন্তু অবিশ্বাস্য হলেও এটাই সত্যি! মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও চিনের বেজিং ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষণা থেকে বেরিয়ে এলো এমনি চাঞ্চল্যকর তথ্য। তাদের গবেষণা থেকে বেরিয়ে এলো, নতুন গাড়িতে চড়লেই হতে পারে ক্যান্সার। নতুন গাড়ি থেকে ক্যান্সারের জীবাণু মিলেছে।

কিভাবে এই ক্যান্সার ছড়াচ্ছে? কি জানিয়েছে এই গবেষণা দেখুন –

গবেষণা থেকে জানা যাচ্ছে যে, পুরনো গাড়ির চেয়েও নতুন গাড়িতে ক্যান্সারের জীবাণু থাকার সম্ভাবনা সব থেকে বেশি। তারা নতুন গাড়িতে ফরমালডিহাইড নামক একটি উপাদান খুঁজে পেয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবেশ রক্ষা সংস্থা ও চিনের জাতীয় নিরাপত্তা সংস্থা অনুযায়ী এই উপাদানটি মানুষের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এই উপাদানটির মধ্যে ক্যান্সারের মারণ বিষ লুকিয়ে রয়েছে।

গবেষকরা জানিয়েছেন অনেক সময় নতুন গাড়িতে উঠলে লক্ষ্য করবেন একটি উদ্ভট গন্ধ পাওয়া যায়। সেই গন্ধটা একটু অন্যরকম হয়। গন্ধটির অনুভূতি অনেকটা কেমিক্যালের মতন। এই গন্ধে অনেকেরই শরীর খারাপ করে। এই গন্ধটিকেই ক্যান্সারের কারণ হিসেবে শনাক্ত করেছেন। তাদের মতে এই গন্ধের উৎপত্তি ফরমালডিহাইড। এটি একটি বর্ণহীন দাহ্য গ্যাস। যা দীর্ঘদিন ধরে শুঁকতে থাকলে হৃদ যন্ত্র বিকল থেকে শুরু করে ব্রেন স্ট্রোক পর্যন্ত হতে পারে।

গবেষক থেকে শুরু করে চিকিৎসকরা এই উপাদানটি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দিচ্ছেন। একই সঙ্গে গাড়িতে ওঠার আগে ভালো করে এই গন্ধ দুর করে তারপর গাড়িতে ওঠার পরামর্শ দিচ্ছেন।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *