ছিঃ ছিঃ! ঘুষ চাওয়ার অভিযোগ জি বাংলার সারেগামাপার বিরুদ্ধে, ফাঁস নোংরা কীর্তি

ছিঃ ছিঃ! ঘুষ চাওয়ার অভিযোগ জি বাংলার সারেগামাপার বিরুদ্ধে, ফাঁস নোংরা কীর্তি

ছিঃ ছিঃ

দুর্নীতির অভিযোগ
জি বাংলার সারেগামাপার বিরুদ্ধে!

ঘুষখোর জি বাংলা!
৫ পর্বের জন্য লাগবে
লাখ লাখ টাকা!

টাকা দিলেই মিলবে স্টেজ!
ফাঁস সারেগামাপার
নোংরা কীর্তি!

মুখ খুললেন এই প্রতিযোগী!

এখনো শুরুই হলো না সারেগামাপা! তার আগেই নোংরা কেলেঙ্কারিতে জড়িয়ে ফেললো নাম। সারেগামাপা বাংলার অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো। যেখানে যাওয়ার স্বপ্ন দেখে বাংলার উঠতি গায়কেরা। যে স্টেজে দাঁড়িয়ে গান গাওয়ার স্বপ্ন দেখে বাংলা সহ গোটা দেশের অগণিত ছেলেমেয়ে। এই রিয়েলিটি শো বহু স্বপ্ন প্রেমী তরুণ সুর সম্রাটদের কাছে গর্বের বিষয়। দেশ-বিদেশের কত স্বনামধন্য শিল্পীরা এখানে এসব গান করেন। এখান থেকেই জন্মে হয় বহু নতুন নতুন গায়ক গায়িকার। এমনই একটি সম্মানিত মঞ্চে নাকি সুযোগ পাওয়ার জন্য দিতে হবে টাকা! ঢালতে হবে ক্যাশের বান্ডিল! ট্যালেন্ট নয় অর্থের বিনিময়ে নাকি সুযোগ মিলবে এই মঞ্চে গান গাওয়ার। এমনই বিস্ফোরক এবং মারাত্মক অভিযোগ নিয়ে সামাজিক মাধ্যমে হাজির হয়েছে সুপ্রিয় নামের এক যুবক।

হাজার হাজার প্রত্যাশী ছেলে মেয়েদের মতন সুপ্রিয় ছিল সারেগামাপা এর এক প্রতিযোগী। অনেকের মতন সেও গিয়েছিল অনেক আশা ভরসা নিয়ে। কিন্তু সেখানে যাওয়ার পর ভেঙে যায় তার ধারণা। গান গেয়ে নয় টাকা ছড়িয়ে নাকি সারেগামাপা এর টিকিট দেওয়া হয়। সারেগামাপা এর নেপথ্যে থাকা কালো অধ্যায় একেবারে ফাঁস করে দিয়েছে এই যুবক। সামাজিক মাধ্যমে এসে কি লিখেছে সে দেখুন –

“””” আমি কিছু বলতে চাই সবাইকে, সারেগামাপা- এই টিভি শোটা নিয়ে অনেকের অনেক রকম ভরসা-আশা থাকে। অনেকেই অনেক দূর থেকে এই শোতে অডিশন দিতে আসে মনে একটা আশা নিয়ে। কিন্তু তারা এটা জানে না এই ঝাঁ চকচকে পর্দার পেছনের জঘন্য সত্যটা। হ্যাঁ ঠিকই দেখছো তোমরা, 2nd রাউন্ড-এর অডিশন দেওয়ার পর আজ সন্ধায় আমার ফোনে ফোন আসে, এবং আমার কাছ থেকে ২ লাখ টাকার ডিমান্ড করা হয়, সারেগামাপা-র পরবর্তী ৫টা এপিসোড এর বিনিময়ে। আমি অবাক হয়েছিলাম, খারাপ ও লেগেছিলো, কারণ এতদিন ধরে যেটা চোখের সামনে টিভি তে দেখে এসেছি , তা সবটাই সাজানো আর টাকার বিনিময়। আমি তাদেরকে না করে দেই। কারণ এই পরিমাণ টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। এরকম অভিজ্ঞতা আমার জীবনে প্রথম , বিশ্বাস উঠে গেলো এইসব জিনিসের ওপর থেকে।’, আরও লেখেন সুপ্রিয়।”””””””

এখানেই শেষ নয় এরপর একটি লাইভ করে সে জানায়-

**আমি এপ্রিলের ২০ তারিখ বহরমপুরে অডিশন দেই। সিলেক্ট হই। ২৫ তারিখ আমাকে সেকেন্ড রাউন্ডের জন্য ডাকেন ডিডিআর স্টুডিয়োতে। বিচারকরা আমার গান পছন্দ করেন। প্রশংসা করেন। শোনেনও তাঁরা আমার গান ধৈর্য নিয়ে। অনেকে দাবি করেছিলেন, অবহেলা করা হচ্ছে। গান শোনা হচ্ছে। আমার ক্ষেত্রে তা হয়নি। আমি একটা পজিটিভ পোস্টও করি। সেই পোস্টের ২-৩দিনের মাথায় আমার কাছে অচেনা নম্বর থেকে ফোন আসে। বলে সারেগামাপা থেকে বলছি। একটু কায়দা করে এরা টাকা চায়। বলে, আপনি পরবর্তী পর্যায়ের জন্য সিলেক্ট হয়েছেন। তবে ৫টি এপিসোডের জন্য ২ লাখ টাকা দিতে হবে। কারণ হিসেবে বলে, স্পনসররা আমাকে প্রোমোট করবে। আর এই প্রোমোট করার জন্যই টাকাটা লাগবে। আমি রেকর্ড করতে গিয়েছিলাম। কিন্তু রেকর্ডিং অন করার অ্যালার্ট আসার সঙ্গে সঙ্গে ওরা ফোনটা কেটে দেয়।**

সুপ্রিয়র ফাঁস করা এই সমস্ত অপ্রিয় সত্য প্রকাশ্যে আসার পর থেকেই তোলপাড় শুরু হয়ে গিয়েছে নেট পাড়ায়। সারেগামাপা কে বয়কটের ডাক দিয়েছে। সারেগামাপা এর এই সমস্ত নোংরা কীর্তির বিরুদ্ধে সরব হয়েছেন। প্রতিভা নয় অর্থের বিনিময়ে সারেগামাপা প্রতিযোগীদের শিরোপা দিচ্ছেন এ হেন ঘটনার ধিক্কার জানাচ্ছেন নেট বাসিন্দারা। আবার কেউ কেউ এই ঘটনার সত্য মিথ্যা নিয়েও প্রশ্ন তুলছেন।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *