গেরুয়া কোট পরে ভোট দিলেন নরেন্দ্র মোদী! ২০১৯-এ পরেছিলেন ছাই রঙের কোট, ঠিক কি বার্তা দিতে চাইলেন মোদী?

গেরুয়া কোট পরে ভোট দিলেন নরেন্দ্র মোদী! ২০১৯-এ পরেছিলেন ছাই রঙের কোট, ঠিক কি বার্তা দিতে চাইলেন মোদী?

গেরুয়া কোট পরে
ভোট দিলেন নরেন্দ্র মোদী!

২০১৯-এ পরেছিলেন
ছাই রঙের কোট!

২০২৪ এ পুরোটাই
চকচকে গেরুয়া!

পোশাকে আত্মবিশ্বাসের
ছাপ!

ঠিক কি বার্তা
দিতে চাইলেন মোদী?

এ যেন পুরো রাং দে তু মহে গেরুয়া ……! তৃতীয় দফার ভোট, ঘড়ির কাঁটা তখন সকাল সাড়ে ৭ টার ঘরে। গুজরাটের আমেদাবাদের, রনিপের নিশান উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে ঢোকেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। পরনে ধবধবে সাদা পাঞ্জাবি – পাজামা, আর উপরে গেরুয়া রঙের কোটি। নরেন্দ্র মোদীর ভোট পোশাক থেকে চোখই সরানো যাচ্ছিল না। অবশ্য তিনি প্রধানমন্ত্রী বলে কথা। আর ৫ টা সাধারণ মানুষ থেকে তো তিনি আলাদাই হবেন। তার হাবে ভাবে চলাফেরায় চাকচিক্য থাকবে এটাই তো প্রত্যাশিত! তবে ব্যাপারটা হল অন্য জায়গায়। ২০২৪ এর ভোট পর্বে নরেন্দ্র মোদীকে একেবারে অন্যরকম লেগেছে। আগের থেকেও অনেক বেশি আত্মবিশ্বাসী, অনেক বেশি দৃঢ় অপ্রতিরোধ্য, অপরাজেয়।

গেরুয়া রঙের কোটে প্রধানমন্ত্রীকে লেগেছে খুব ভালো। কোথাও যেন এই রং মোদীর ব্যক্তিত্বকে সেই বিশেষ মুহূর্তে হাজার গুনে বাড়িয়ে তুলেছে। কোথাও গিয়ে যেন মোদীর এদিন ভোট দিয়ে বেরিয়ে আসার মুহূর্তটি বারে বারে মোদীর জয়ধ্বনির এক অদৃশ্য বার্তা বয়ে নিয়ে এসেছে। আপনাদের মনে করিয়ে দিই যে, ২০১৯ সালে নরেন্দ্র মোদী ভোট দিতে যাওয়ার সময় পরেছিলেন ধূসর রঙের কোটি। সেবার মোদীকে যতটা প্রাণচঞ্চল লেগেছিল তার থেকেও বেশি প্রাণ চঞ্চল লেগেছে ২০২৪ এর ভোট দান পর্বে।

তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোশাক নির্বাচন বরাবরই প্রশংসনীয়। মিছিল হোক বা সমাবেশ সবেতেই মানানসই ডিজাইন ও রঙের পোশাক পরতে দেখা যায় মোদীকে। আর প্রায়শই এই পোশাকের কারণেই নরেন্দ্র মোদী আলোচনা শীর্ষে উঠে আসেন।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *