বেরিয়ে এলো দেবাংশুর সম্পত্তির পরিমাণ! রাজনীতি নয়, দেবাংশুর রোজগার অন্য পথে

বেরিয়ে এলো দেবাংশুর সম্পত্তির পরিমাণ! রাজনীতি নয়, দেবাংশুর রোজগার অন্য পথে

বেরিয়ে এলো দেবাংশুর
সম্পত্তির পরিমাণ!

রাজনীতি নয়, দেবাংশুর
রোজগার অন্য পথে!

সিম্পল সাদা সিধে জীবন,
না আছে কোনও আভিজাত্য!

মোট কত টাকার মালিক
তমলুকের TMC প্রার্থী?

দেখুন

চলছে দিল্লী বাড়ির লড়াই! জোড় কদমে বাজছে নির্বাচনী প্রচারের ঢাক। ভোটের মরশুমে গম গম করছে বঙ্গ রাজনীতি। এবার বাংলার ভোটে বিশেষভাবে নজর কাড়ছে, রাজ্যের শাসক দলের তরুণ তুর্কীরা। বিশেষ করে দেবাংশু ভট্টাচার্য। যাকে এবার তমলুক থেকে দাড় করিয়েছে তৃণমূল। বঙ্গ রাজনীতিতে বেশ পরিচিত একটি নাম দেবাংশু ভট্টাচার্য। তুখোড় বক্তৃতা, ভাষণ, বিরোধীদের তুলাধুনো সবেতেই সিদ্ধহস্ত এই তরুণ নেতা। যুবসমাজের কাছেও দেবাংশুর গ্রহনযোগ্যতা আকাশছোঁয়া। সদ্য নির্বাচনী কমিশনের কাছে হলফনামা জমা দিয়েছেন এই দেবাংশু। যেখান থেকে বেরিয়ে এসেছে দেবাংশুর ব্যক্তিগত বেশ কিছু তথ্য। তার সম্পত্তি থেকে শিক্ষাগত যোগ্যতা সবই এবার স্পষ্ট। চলুন দেখে নেওয়া যাক –

প্রথমেই দেখুন, দেবাংশুর পয়সা কড়ির পরিমাণ ———-

নির্বাচনী হলফনামা অনুযায়ী, ২০২০-২১ অর্থবর্ষে দেবাংশুর রোজগার ছিল ৪ লক্ষ ৯৯ হাজার ৯৮০ টাকা।
সেই রোজগারের অঙ্ক, ২০২১-২২ অর্থবর্ষে কিছুটা বেড়ে দাড়ায়,,,, ৪ লক্ষ ৯৭ হাজার ৪৯০ টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে তৃণমূলের তরুণ তুর্কির ইনকাম আরেকটু বেড়ে দাঁড়ায় ৪ লক্ষ ৯৯ হাজার ৮২০ টাকা। নির্বাচনী হলফ নামা অনুযায়ী, যেমনটা জানা যাচ্ছে যে সেই অর্থে তেমনটা বাড়েনি দেবাংশুর রোজগার।

এবার দেখুন দেবাংশুর অস্থাবর সম্পত্তির পরিমাণ –

এই দিক থেকে দেবাংশুর দখলে আছে, ১৮ লক্ষ ৩০ হাজার ৭৬৪ টাকার সম্পত্তি।

দেবাংশুর দখলে থাকা স্থাবর সম্পত্তির পরিমাণ –

নির্বাচনী হলফনামা অনুযায়ী দেবাংশর দখলে কোনও প্রকার স্থাবর সম্পত্তি নেই। দেবাংশর , নামে কোনও প্রকার বাড়ি, গাড়ি, জমি জমা নেই। সেই সাথে কোনও প্রকার ধার দেনাও নেই তরুণ নেতার নামে। দেবাংশুর মূল আয় সোশ্যাল মিডিয়া থেকে। সামাজিক মাধ্যমে, দেবাংশুর একটি পেজ রয়েছে। সেখান থেকেই মূলত দেবাংশুর আয় রোজগার।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *