মে মাসে টানা অনেকদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! স্তব্ধ হবে পরিষেবা, কোন কোন তারিখে ব্যাঙ্ক বন্ধ থাকবে?

মে মাসে টানা অনেকদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! স্তব্ধ হবে পরিষেবা, কোন কোন তারিখে ব্যাঙ্ক বন্ধ থাকবে?

মে মাসে টানা অনেকদিন
বন্ধ থাকবে ব্যাঙ্ক!

স্তব্ধ হবে পরিষেবা!

করতে পারবেন না
লেনদেন!

কোন কোন তারিখে
ব্যাঙ্ক বন্ধ থাকবে?

দেখুন

চোখের নিমেষে শেষ হয়ে গেল এপ্রিল। এখন চলছে মে মাস। আর নতুন মাস মানেই কিছু নতুন নতুন আপডেট। আজকে আপনাদের জানাব ব্যাঙ্ক সংক্রান্ত নতুন আপডেট। মে মাসে থাকছে লম্বা ব্যাঙ্ক ছুটি। আরবিআই এর তরফে জানানো হয়েছে, মে মাসে দ্বিতীয় এবং চতুর্থ শনিবার এবং রবিবার মিলিয়ে মোট ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। আজকের প্রতিবেদনে আপনাদের জানাতে চলেছি কোন কোন দিন ব্যাঙ্ক থাকবে সেই বিষয়ে।

দেখুন –

আসন্ন ৭ মে ব্যাঙ্ক বন্ধ থাকবে। কারণে এ দিন লোকসভা সাধারণ নির্বাচন থাকছে। আর এই দিন ব্যাংক বন্ধ থাকবে গুজরাট, মধ্যপ্রদেশ এবং গোয়ায়।

এরপর ব্যাংক বন্ধ থাকবে ৮ মে বুধবার। কারণ সেদিন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তাই পশ্চিমবঙ্গের সমস্ত ব্যাংক বন্ধ থাকবে। এই হলি ডে কেবল পশ্চিমবঙ্গেই থাকবে।

১০ মে, শুক্রবার, অক্ষয় তৃতীয়া। এই উপলক্ষে কর্নাটকে ব্যাংক ছুটি থাকবে।

১৩ মে, মঙ্গলবার। আবারও লোকসভা সাধারণ নির্বাচন। এই উপলক্ষ্যে শ্রীনগরে ছুটি থাকবে।

১৬ মে বৃহস্পতিবার। এই দিন সিকিমের স্টেট দিবস উপলক্ষে সিকিমের সমস্ত ব্যাংক বন্ধ থাকবে।

২০ মে, সোমবার। মহারাষ্ট্রে লোকসভা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে কারণে মহারাষ্ট্রে সমস্ত ব্যাংক বন্ধ থাকবে।

২৩ মে, বৃহস্পতিবার। এদিন বুদ্ধ পূর্ণিমা। এই উপলক্ষে ত্রিপুরা, মিজোরাম, মধ্যপ্রদেশ, চন্ডিগড়, উত্তর প্রদেশ, অরুণাচল প্রদেশ, জম্মু, লখনউ, পশ্চিমবঙ্গ, নয়া দিল্লী, ছত্রিশগড়, ঝাড়খন্ড এবং হিমাচল প্রদেশ সহ একাধিক রাজ্যে ব্যাংক ছুটি থাকবে।

২৫ মে, শনিবার। এদিন নজরুল জয়ন্তী এবং লোকসভা সাধারণ নির্বাচন। ফলস্বরূপ ত্রিপুরা এবং ওড়িষ্যায় ব্যাংক ছুটি থাকবে।

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নিয়ম অনুসারে ব্যাংকের ছুটি বেশ কিছু নিয়মের উপর নির্ধারিত হয়। যেমন – হলিডে আন্ডার দা নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট হলিডে, হলিডে আন্ডার দা নেগোসিয়েবল ইনক্রিমেন্ট এক্ট এন্ড গ্রস সেটেলমেন্ট হলিডে। এই ধরনের বেশ কিছু নিয়ম রয়েছে যার উপর ভিত্তি করে এই ছুটি নির্ধারিত হয়। এছাড়াও রাজ্য এবং কেন্দ্রের ক্ষেত্রেও ব্যাংকের ছুটির বেশ কিছু ফের ফের হয়।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *