খাচ্ছেন কেজি কেজি লঙ্কা!

Title:

খাচ্ছেন কেজি কেজি লঙ্কা! লঙ্কা দিয়ে করছেন ফেসিয়াল! দেখুন এই গুনধর ব্যক্তিকে

 

focus:

কচকচ করে চিবিয়ে খাচ্ছেন

কেজি কেজি  কাঁচা লঙ্কা!

 

একেবারে তৃপ্তি করে চিবিয়ে

খাচ্ছেন!

 

করছেন না একবারও হু হা !

 

ফেসওয়াশের মতন

মুখে মাখছেন এই লঙ্কা!

 

লঙ্কা খেয়েই ধরে

রেখেছেন বয়স!

 

লঙ্কাকাণ্ডের হিরোকে

দেখে চক্ষু চড়কগাছ সকলের !

 

Body:

 

আচ্ছা! আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কটা লঙ্কা খেতে পারবেন? বড়জোর দুটো, তার বেশি হলে তিনটে। কিন্তু কেজি কেজি লঙ্কা খেতে পারবেন?  অবশ্যই পারবেন না, তবে আমি আপনি না পারলেও পারছেন এই ব্যক্তি।  সাধারণের মধ্যে অসাধারণ এই ব্যক্তি! প্রতিদিন নিয়ম করে কেজি কেজি লঙ্কা খেয়ে চলছেন। বিষয়টি শুনে নিশ্চয়ই বিশ্বাস হচ্ছে না। কিন্তু অবিশ্বাস্য হলেও একথাই সত্যি! শুনে যেন মনে হচ্ছে রূপকথার গল্প। তবে এবার সেই গল্প বাস্তবায়িত করে দিলেন এই ব্যক্তি। যিনি সব কিছু ভুলে গেলেও লঙ্কা খেতে ভোলেন না। উঠতে বসতে তার লঙ্কা চাই, চাই। লঙ্কা শুধু খানই না ক্রিমের মতো ব্যবহারও করেন। লঙ্কা খেয়ে এবং মেখে নাকি তিনি সুস্থ আছেন। লঙ্কা এতোটাই কার্যকর যে, বয়স হয়ে গেলেও চোখের জ্যোতি কমেনি।  এমনকি এখনও তিনি একেবারে বয়স ৩০-এর যুবকের মত ফিটফাইন। প্রতিদিন ৫০০ গ্রাম করে মুখে মাখতে হবে কাঁচা লঙ্কা, সেই সাথে খেতে হবে ন্যূনতম ১ কেজি। তাহলে হৃদরোগ থেকে শুরু করে স্নায়বিক সমস্যা সবই উধাও হয়ে যাবে। ইনি যেন পশ্চিমবঙ্গের লঙ্কা কাণ্ডের হিরো।  সমাজমাধ্যমে এই ভিডিও প্রকাশ্যে আসতে না আসতেই রীতিমত হইচই পড়ে গিয়েছে। তার কাণ্ড দেখে সকলের চক্ষু চড়কগাছ।

সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে। যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি মাত্রা ছাড়াই লঙ্কা খেয়ে যাচ্ছেন। এই ব্যক্তির নাম শেখর সিকদার। নদীয়ার রানাঘাট ২ ব্লকের আইসমালির বাসিন্দা ইনি। এই ব্যক্তি অসামান্য গুণের অধিকারী। জানা গিয়েছে , তিনি প্রতিদিন নিয়ম করে গুনে গুনে তিনবার কাঁচালঙ্কা খান। যেখানে সকলে সাধারণ ভাত, ডাল খেয়ে থাকেন। সেখানে তিনি সকাল বিকেল রাত মিলিয়ে খেয়ে থাকেন ১.৫ কেজি লঙ্কা। লঙ্কা শুধু খানই না সেই সাথে বেটে মুখেও লাগান। চোখে মুখে একেবারে ডলে ডলে মাখেন। একটু সামান্য লঙ্কা চোখে গেলেই আমাদের চোখ জ্বালাপোড়া করতে শুরু করে। এদিকে শেখরবাবুর ওপর লঙ্কা কোনও প্রভাবই ফেলতে পারে না। বিশিষ্ট গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শেখর বাবুর এই লঙ্কা খাওয়ার প্রতিভা অনেক ছোটো বয়স থেকে। তার যখন ৪ বছর বয়স তখন থেকেই লঙ্কা খান। তবে প্রথম প্রথম তার এই বিষয়টা কেউ অত গুরুত্ব দেয়নি। কিন্তু কিন্তু প্রতিদিন বাজার থেকে কিলো কিলো লঙ্কা কিনে আনা দেখে বিক্রেতাদের মনে এই বিষয়টা নিয়ে সন্দেহ জাগে। তারপরই জানা যায় তার এই গুণ সম্পর্কে। শেখরবাবুর মতে, এই লঙ্কা খেয়েই তার চোখের জ্যোতি এখনও ভালো রয়েছে। এমনকি তার এতো বয়স হয়ে গেছে তবুও চোখে মুখে বয়সের ছাপ পড়েনি। । শুধু তাই নয়, তার মতে লঙ্কা খেলে হৃদরোগ থেকে শুরু করে স্নায়বিক সমস্যা সবই ঠিক থাকে। এই লঙ্কা খেয়েই নাকি গোটা জীবন কাটিয়ে দিতে পারবেন। তবে সাধারণ মানুষ এতো লঙ্কার তেজ সহজে সহ্য করতে পারবে না। কিন্তু এতো লঙ্কা খেয়েও শেখরবাবুর  পেটে নাকি বিন্দুমাত্র সমস্যা হয় না। আর সামাজিক মাধ্যমে তার এই গুণ প্রকাশ্যে আসতে রীতিমত নেটানাগরিকরা অবাক হয়ে গেছেন।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *