চিকিৎসকেরা প্রেসক্রিপশনে কি এমন সাংকেতিক চিহ্ন ব্যবহার করেন?

Title: আপনি প্রেসক্রিপশন পড়তে পারছেন না ! কিন্তু দোকানদাররা বেশ পড়তে পারছে! তবে এগুলি  জেনে গেলে আপনিও পড়তে পারবেন প্রেসক্রিপশন!

 

Focus:

ডাক্তারের প্রেসক্রিপশন

পড়া বড়ই ঝামেলা!

 

তবে আপনি না পড়তে পারলেও ওষুধের

দোকানের লোকেরা কিন্তু দিব্যি পড়ে ফেলেন!

 

এখন প্রশ্ন হচ্ছে কিভাবে?

কি এমন অর্থ ব্যবহার করেন চিকিৎসকেরা?

 

আপনিও যদি এর অর্থগুলো জেনে যান

খুব সহজেই পড়তে পারবেন প্রেসক্রিপশন!

 

Body:

ডাক্তারের প্রেসক্রিপশন পড়তে গিয়ে প্রায় সকলকেই হিমশিম খেতে হয়। ডাক্তারবাবুরা প্রেসক্রিপশনে ওষুধ লিখে দিলেও তা বোঝার জো নেই। কখন কিভাবে খেতে হবে ওষুধ তা না জানলেও আবার সমস্যা। তবে আমি আপনি বুঝতে না পারলেও ওষুধের দোকানের লোকেরা বেশ বুঝে যান। প্রেসক্রিপশন দেখা মাত্রই ঝটপট ওষুধ বের করে দেন। সাথে আবার সময় থেকে শুরু করে কিভাবে খেতে হবে তাও বাতলে দেন। কি এমন লেখেন যা আমরা বুঝতে পারিনা! আসলে চিকিৎসকেরা যখন প্রেসক্রিপশন লেখেন তখন কিছু কোড ওয়ার্ড ব্যবহার করেন।  আপনিও যদি এই কোড ওয়ার্ড সম্বন্ধে জেনে যান। খুব সহজেই বুঝে যাবেন এর অর্থ গুলো।  আজকের প্রতিবেদনে তুলে ধরবো এই বিষয়। একে একে দেখে নিন সবগুলি-

 
Q: এই শব্দটির অর্থ হচ্ছে প্রত্যেক অর্থাৎ একটি ওষুধ কতবার খেতে হয় তার জন্য এর ব্যবহার ।
 
QD: এর অর্থ প্রতিদিন। যখন কোনও ওষুধ প্রতিদিন খেতে হয় তখন চিকিৎসকেরা এই কোড ব্যবহার করেন। এই সঙ্কেতের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে রোগীকে প্রতিদিন নিয়ম করে ওষুধ খেতে হবে । 
QOD: এই শব্দটির মানে একদিন ছাড়া একদিন। অর্থাৎ চিকিৎসক যদি মনে করেন কোনও ওষুধ একটি নির্দিষ্ট দিন ছাড়া ছাড়া খেতে হবে। তখন QOD-র ব্যবহার করেন। 
QH:  অনেক সময় রোগীর শারীরিক অবস্থা খুব একটা ভালো না থাকলে তখন প্রতি ঘণ্টায় ঘণ্টায় ওষুধ দিতে হয়।  QH-এর মানেই হচ্ছে প্রতি ঘণ্টা। চিকিৎসকেরা এই শব্দটি এক্ষেত্রে ব্যবহার করে থাকেন। 
C: এর অর্থ হচ্ছে রোগীকে কিছুর সাথে কিছু দিতে হবে। অর্থাৎ ওষুধের কিংবা অন্য কিছুর সঙ্গে এমন কিছু দিতে বলা হচ্ছে যা রোগীর জন্য প্রয়োজনীয়। 
 
SOS: জরুরি কিংবা এমারজেন্সি ভিত্তিতে চিকিৎসকেরা এই শব্দের ব্যবহার করেন। এর মানে রোগীর কোনও গুরুতর সমস্যা হয়েছে যার জন্য এই ওষুধের কিংবা অন্য কিছুর বিশেষ দরকার। সমস্যা ছাড়া এই ওষুধ ব্যবহার করা যাবে না। 
 
AC: এটার মানে মূলত ব্যবহার করা হয় খাবার খাওয়ার আগে। 
PC: প্রেসক্রিপশনে অনেক সময় এই সংকেত দেখা যায়। যার অর্থ হচ্ছে খাবার খাওয়ার পরে এই কাজটি করতে হবে।  
BID: এর মানে হচ্ছে দিনে দুবার। চিকিৎসক এমন কোনও ওষুধ কিংবা কিছু করানোর পরামর্শ দিয়েছেন যা অন্তত দিনে দুবার করে করতে হবে।  
TID: এর অর্থ হচ্ছে দিনে তিনবার। কোনও ওষুধ কিংবা বিশেষ কিছু জিনিস নিতে বলা হচ্ছে যা দিনে তিনবার প্রয়োজন। 
BD/BDS: এর অর্থ হচ্ছে দুবার ওষুধ নেওয়া। এই চিহ্নের মাধ্যমে সহজেই বোঝা যাচ্ছে রোগীর কোনও ওষুধ দিনে দুবার করে প্রয়োজন। 
TDS: এটার মানে দিনে তিনবার ওষুধ নিতে হবে। চিকিৎসকেরা যখন কোনও ওষুধ দিনে তিনবার নেওয়ার পরামর্শ দেন তখন TDS চিহ্নের ব্যবহার করেন। 

QTDS: দিনে চারবার ওষুধ নিতে হবে। অর্থাৎ কোনও ওষুধ সারাদিনে আপনাকে গুণে গুণে চারবার নিতে হবে ।
BT: প্রায় সময় চিকিৎসকেরা এই চিহ্ন ব্যবহার করে থাকেন। যার অর্থ হচ্ছে শোয়ার আগে আপনাকে এই নির্দিষ্ট ওষুধটি নিতে হবে ।
BBF: এর মানে হচ্ছে সকালে খাওয়ার আগে এই ওষুধটি খেতে হবে। 

 

 

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *