ঢং ঢং করে বেজে গিয়েছে বৃষ্টির ঘন্টা!

Title:
আর মাত্র কয়েক ঘন্টা! বঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভয়ংকর কালবৈশাখী! আবহাওয়ার আমূল পরিবর্তন ঘটবে শীঘ্রই,

Focus:

ঢং ঢং করে বেজে
গিয়েছে বৃষ্টির ঘন্টা!

হাতেগুনে আর মাত্র
কিছুক্ষণ!

তারই মধ্যে বদলাবে আবহাওয়া!

বঙ্গ জুড়ে শুরু হবে
কালবৈশাখীর তান্ডব!

কমবে তাপমাত্রা,
জুড়াবে প্রাণ,
ভিজবে পশ্চিমবঙ্গের মাটি!

কোন কোন জেলায়
হবে বৃষ্টি?

দেখুন

Body:

অবশেষে বঙ্গবাসীদের আকুল আবেদনে সাড়া দিয়েছে বৃষ্টি দেবতা। কারণ আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পশ্চিমবঙ্গের আকাশ জুড়ে ঘনিয়ে আসবে কালো মেঘের ছায়া। শুরু হবে কালবৈশাখীর তাণ্ডব। সূর্যি মামাকে চোখ রাঙাতে প্রস্তুত কালবৈশাখী। রুদ্ধশ্বাস গরম থেকে মুক্তি পাবে গোটা বাংলা। এই মুহূর্তে গোটা বঙ্গ জুড়ে যেভাবে গরম এবং তাপপ্রবাহের ইনিংস চলছে,,,,,,,,তাতে নাজেহাল অবস্থা কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গবাসীর। রাস্তায় বেরোলে সূর্যের তেজে চটি পর্যন্ত ক্ষয়ে যাচ্ছে। পশু পাখি থেকে শুরু করে গাছপালা সবই যেন মূর্ষে গিয়েছে। শুধু কি তাই নদী, নালা,খাল-বিল,পুকুর সবই এখন শূন্য। যেভাবে গরম পড়ছে তাতে বৃষ্টি যেন সকলের কাছে অলীক স্বপ্ন। দিনরাত সকলে চাতক পাখির মতো আকাশের দিকে চেয়ে আছে একটু বর্ষণের আশায়। কিন্তু এবার বঙ্গবাসীর মুখে হাসি ফোটাবে স্বস্তির বৃষ্টি। আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বাংলার বুকে আছড়ে পড়বে ভয়ংকর কালবৈশাখী। কালবৈশাখীর দাপটে কিছুটা হলেও গরম থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ। আবহাওয়া সূত্রে খবর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝমঝমিয়ে নামবে বৃষ্টি । সেই সাথে ৬০ কিলোমিটার গতি বেগে উঠবে প্রবল ঝড়। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের হাতে উঠে এসেছে তোলপাড় করা রিপোর্ট।

গত বুধবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। তবে এই বৃষ্টির দাপটে গরমের রেশ না কমলেও তাপমাত্রা অল্প হলেও কমতে দেখা গিয়েছে। বুধবার কলকাতার তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির উপরে। সেখানে বৃহস্পতিবার তাপমাত্রা এসে দাঁড়িয়েছে ৪০ ডিগ্রির নিচে। তবে তাপমাত্রা কমলেও গরম থেকে বিন্দুমাত্র মুক্তি মেলেনি। হাওয়া অফিস বলছে শুক্রবারের পর থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তন ঘটবে। শনিবার অর্থাৎ ৪ ই মে থেকে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় ঝড়ের সম্ভাবনা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর আগে যদিওবা হাওয়া অফিস জানায়, ৫ই মে থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। কিন্তু এই মুহূর্তে আবহাওয়ার কিছুটা হেরফের ঘটেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী শনিবার দক্ষিণবঙ্গের তিন জেলায় বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই তিন জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি হতে পারে। শুধু ঝোড়ো হাওয়াই নয় সেই সাথে বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা রয়েছে। তবে এই তিন জেলায় বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে অন্যান্য জেলাগুলিতে গরমের তাপমাত্রা একই থাকবে। সেইসাথে তীব্র তাপপ্রবাহও বইতে পারে । তবে ৫ই মে অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গের চার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ নদিয়া উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা-তে প্রবল বৃষ্টি হতে পারে। কিন্তু বৃষ্টির দাপট বাড়বে সোমবার থেকে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে এই বৃষ্টির গতিবেগ এক এক জায়গায় এক এক রকম থাকবে। কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার আবার কোথাও ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় উঠবে। আর এই বৃষ্টির দাপটে আগামী মঙ্গলবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহ এবং গরম থেকে কিছুটা হলেও নিস্তার পাবে সাধারণ মানুষ। এখানেই শেষ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *