গান শেখাচ্ছেন রূপঙ্কর বাগচী!

Title:  গান শেখাচ্ছেন রূপঙ্কর বাগচী! মাস গেলে কত খরচ পড়ছে সেখানে? কোথায় তাঁর স্কুল?

 

Focus:

হঠাৎ একি হাল হলো
রূপঙ্কর বাগচীর!

শেষপর্যন্ত গান শিখিয়ে
টাকা কামাতে হচ্ছে!

হাতে গিটার নিয়েই রাতদিন
শেখাচ্ছেন গান!

অনলাইন অফলাইনে চলছে
দেদার গানের প্রশিক্ষণ!

কত টাকাই বা
মাইনে গানের স্কুলে?

কতদূর যেতে হবে

গান শেখার জন্য?

দেখে নিন
আজকের প্রতিবেদনে

 

রূপঙ্কর বাগচী! এনাকে চেনে না বাংলার মানুষ খুব কমই আছে। তাঁর গানের দক্ষতা নিয়ে কোনও কথা হবে না। একের পর এক হিট গান উপহার দিয়েছেন বাংলা ইন্ডাস্ট্রিকে। এ তুমি কেমন তুমি থেকে শুরু করে ও চাঁদ, চুপি চুপি রাত সহ অসংখ্য গান সকলের মন কেড়েছে। কিন্তু এত প্রশংসার মাঝেও রয়েছে তাকে নিয়ে বড় বিতর্ক। কেকে-কে নিয়ে যে জঘন্যমূলক কাণ্ড ঘটিয়েছিলেন গায়ক। তার রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি মানুষ। তবে এই বিতর্ক সবচেয়ে বেশি প্রভাব ফেলে তার গানের ক্যারিয়ারে। একের পর এক বড় বড় প্রজেক্টও হাত ছাড়া হতে থাকে বলেও শোনা যায়। এমনকি মিও আমোরের টাইটেল সং থেকেও সরিয়ে দেওয়া হয় তাকে। কিন্তু এতসব বিতর্কের মাঝে আবারো আলোচনায় আসলেন গায়ক। নানা তবে এবার কোনো মন্দ আলোচনার ঝড় উঠেছে এমনটা নয়। আসলে শোনা যাচ্ছে গায়ক রূপঙ্কর বাগচী নাকি গানের স্কুল খুলছেন। সেখানে তিনি নিজের হাতে সকলকে ধরে বেঁধে গান শেখাবেন। কিন্তু এখন সকলের মনে প্রশ্ন তিনি কি সত্যিই সত্যি গান শেখাবেন? আর গান শেখালে কত টাকা খরচ করতে হবে সকলকে? এমনই সব প্রশ্ন উঠছে বারবার।

ঘটনার সূত্রপাত, সামাজিক মাধ্যমের একটি পোষ্টকে ঘিরে। পোস্টটি করেছেন খোদ গায়ক রুপঙ্কর বাগচী। ( ফেসবুকে করা পোস্টটি ভিডিওতে দেখানো হবে )। আর এই পোষ্টটিতেই লেখা আছে মে মাসের মাঝামাঝি থেকে তিনি ক্লাস শুরু করবেন। একদম ক্লাসে এসে সকলকে হাতে কলমে গান গান শেখাবেন তিনি। এই পোষ্ট থেকে জানা গিয়েছে, গায়ক যে গানের স্কুলটি খুলতে চলেছেন সেটা আজকের নয়। মহামারি চলাকালীন তিনি অনলাইনে প্রায় অজস্র স্টুডেন্টদের গান শিখিয়েছেন। তাঁর স্কুলের বয়স হয়ে গিয়েছে প্রায় অনেকটাই হলো। আগে অনলাইনে হলেও এখন সেটা অফলাইনে হবে। নিজের গানের স্কুলের নাম রেখেছেন *রূপঙ্কর মিউজিক অ্যাকাডেমি*। প্রতিমাসে দুদিন করে অর্থাৎ শনিবার এবং রবিবার করে গান শেখাবেন গায়ক। আর তাঁর এই পোস্টকে ঘিরেই শুরু হয়েছে নানা জল্পনা। অনেকেই তাঁর কাছ থেকে গান শিখতে চান। কিন্তু শুধু শিখতে চাইলে তো আর হবে না। খরচের দিকেও খেয়াল রাখতে হবে। তবে প্রতিমাসে স্বনামধন্য গায়কের কাছ থেকে গান শিখতে হলে খুব একটা খরচ করতে হবে না আপনাদের। আর এই বিষয়ে মুখ খুলেছেন খোদ রূপঙ্কর বাগচী। বিশিষ্ট সংবাদমাধ্যম সূত্র থেকে জানা গিয়েছে , গানের স্কুলে ভর্তি হওয়ার জন্য লাগবে ৩০০০ টাকা এবং প্রতিমাসে গানের ফিস হিসেবে ধার্য করা হয়েছে ২০০০ টাকা। আর এই গানের স্কুলটি রয়েছে যাদবপুরে। ৮ থেকে ৮০ সকলেই গান শিখতে পারবেন, তবে ৪ বছরের নিচে কাউকে এই স্কুলে ভর্তি নেওয়া হবে না। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে  যোগাযোগ করবেন? সেই ব্যবস্থাও করে দিয়েছেন গায়ক। ফেসবুকে যে পোস্টটি করেছেন সেখানেই ক্যাপশনে যাবতীয় তথ্যের খুঁটিনাটি দেওয়া আছে। ( ভিডিওতে আরও একবার পোষ্টটি দেখাতে হবে) । গায়কের এই গানের স্কুলের উদ্যোগ একাধারে যেমন মানুষকে খুশি করেছে। অন্যদিকে আবার কিছু মানুষের কাছ থেকে তীব্র কটাক্ষের শিকারও হতে হয়েছে। কিন্তু সে যে যাই বলুক না কেন রূপঙ্কর বাগচী এখন নিজের নতুন কাজ নিয়ে ব্যস্ত।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *