তপ্ত গরম থেকে মিলবে বিরাট স্বস্তি!

Title: তপ্ত গরম থেকে মিলবে বিরাট স্বস্তি,  রাজ্যজুড়ে স্বস্তি বৃষ্টির পূর্বাভাস!

 

Focus:

এবার অপেক্ষার

অবসান ঘটলো বলে!

 

রাজ্য জুড়ে ধেয়ে

আসছে ভয়ঙ্কর বৃষ্টি,

 

ঝমঝমিয়ে

নামবে বৃষ্টি!

 

বৃষ্টির দাপটে শান্ত

হবে বঙ্গবাসী!

 

হুড়মুড়িয়ে কমবে

তাপমাত্রা!

 

সামনে এলো তোলপাড় করা

আবহাওয়ার মেগা রিপোর্ট!

 

Body:

গরমে গোটা বঙ্গবাসীর এখন মরনদোসর অবস্থা। রাস্তায় বেরোলেই যেন সূর্য্যিমামা আলিঙ্গন করছে সকলকে। রাত পোহালেই  প্রতিনিয়ত বেড়ে চলছে গরম। ভোর ৬ টা হলেই মনে হচ্ছে সকাল ৯ টা বেজে গেছে।  ইডেনে আইপিএল ম্যাচ হলে কি হবে…………..বঙ্গ জুড়ে চলছে তাপপ্রবাহের টি-টোয়েন্টি। এপ্রিল শেষ হয়ে গিয়েও মে মাস পড়ে গিয়েছে কিন্তু গরম কমার নামগন্ধ নেই। এই মুহূর্তে তাপমাত্রার পারদ ৪৩ ডিগ্রি থেকে শুরু করে ৪৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই প্রানান্তকর গরম থেকে কবে মিলবে স্বস্তি? প্রতিদিন এই প্যাচপ্যাচে গরম, গলদঘর্ম অবস্থা আর কতদিনই বা সহ্য করা যায়। কিন্তু এবার এই অত্যাচার সহ্যের দিন শেষ হলো বলে! খুব শীঘ্রই বঙ্গবাসীর মুখে হাসি ফোটাবে স্বস্তির বৃষ্টি। তীব্র তাপপ্রবাহ থেকে মিলবে স্বস্তি। শুধু কিছুক্ষন সময়ের অপেক্ষা তারপরই আকাশ জুড়ে ছেয়ে আসবে ঘন কালো মেঘের ছায়া। বৃষ্টির দাপটে প্রাণ জুড়াবে পশ্চিমবঙ্গবাসীর। সূত্রের খবর, বিশেষ কয়েকটি জেলায় ঝাঁপিয়ে বৃষ্টি আসবে। বৃষ্টির সাথে সাথে বইবে দমকা হাওয়া। এই মুহূর্তে আলিপুর হাওয়া অফিসের হাতে এসেছে আবহাওয়ার মেগা রিপোর্ট। কি বলছে? রিপোর্ট দেখে নিন।

সম্প্রতি আলিপুর আবহাওয়া দপ্তর যে রিপোর্ট প্রকাশ করেছে।  তাতে বোঝা যাচ্ছে এই সপ্তাহতেই বৃষ্টির পুর্বাভাস রয়েছে। আগামী ৫ই মে থেকে গোটা বঙ্গ জুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু আরও চারদিন এই গরম সহ্য করতে হবে। আগামী ৪ই  মে অবধি গোটা বঙ্গ জুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি একই থাকবে। গরমের কোনও হেরফের হবে না। এরপর ৫ ই মে থেকে শুরু করে ৭ ই মে অবধি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৫ই মে অর্থাৎ রবিবার দক্ষিনবঙ্গের ৭ জেলায় বৃষ্টির ভারী পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জেলাগুলি হচ্ছে মুর্শিদাবাদ, বীরভূম, নদীয়া, কলকাতা, দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। সকাল থেকে আকাশ জুড়ে রোদ থাকলেও বিকেলের পর থেকেই শুরু হবে ঝড় বৃষ্টি। সেইসাথে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া। তবে যতদূর জানা গিয়েছে বৃষ্টির দাপট বেশিক্ষন স্থায়ী হবে না। ৬ তারিখ থেকে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সাথে দক্ষিনবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। কলকাতা থেকে শুরু করে মেদিনীপুর, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের মত প্রতিটি জেলায় বৃষ্টি হবে। হাওয়া অফিস সূত্রের খবর , এই বৃষ্টির দাপটে কিছুটা হলেও তাপমাত্রা কমবে। সেই সাথে লুয়ের প্রভাব থেকেও রেহাই পাওয়া যাবে। উত্তরবঙ্গের জন্যও রয়েছে সুখবর। পাহাড়ি এলাকাগুলিতে বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। সেইসাথে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *