খুব গরম পড়ছে! এই সময় মেয়েরা জামার ভিতরে কোন ধরনের আন্ডার ক্লোথিং পড়বেন?

খুব গরম পড়ছে! এই সময় মেয়েরা জামার ভিতরে কোন ধরনের আন্ডার ক্লোথিং পড়বেন?

খুব গরম পড়ছে!

এই সময় মেয়েরা জামার ভিতরে
কোন ধরনের আন্ডার ক্লোথিং পড়বেন?

আর কোন ধরনের
আন্ডার ক্লোথিং এড়িয়ে যাবেন?

জেনে নিন

পড়ছে দম ফাটানো গরম! আর এই গরমে মেয়েদের অবস্থা আরো কাহিল! মেয়েদের অবস্থা কাহিল হওয়ার অন্যতম কারণ, তাদের জামার ভিতরে পরা আন্ডার ক্লোথিং। গরম হোক বা শীত,,,, মেয়েদের সারা বছরই জামার ভিতরে আন্ডার ক্লোথিং ক্যারি করতে হয়। গরমকালে এই আন্ডার ক্লোথিং ক্যারি করাটা সবচেয়ে চ্যালেঞ্জিং হয়ে পড়ে। মেয়েদের অনেক কষ্টও হয় এই আন্ডার ক্লোথিং এর জন্য। তবে এবার আর মেয়েদের কষ্ট পেতে হবে না। আজকে প্রতিবেদনে মেয়েদের জানাবো গরমকালে কোন ধরনের আন্ডার ক্লোথিং ব্যবহার করবেন, আর কোন ধরনের আন্ডার ক্লোথিং এড়িয়ে যাবেন সেই সম্পর্কে।

কোন গুলো পড়বেন দেখুন –

গরম কালে মেয়েরা সুতির আন্ডার ক্লোথিং পরিধান করুন। এতে করে ঘাম কম হয়। আর তাছাড়া গরমে সুতির কাপড় শরীরের জন্যও খুব ভালো। শরীর ঠাণ্ডা রাখে।

গরমে সাদা রঙের আন্ডার ক্লোথিং কিনুন। গরমকালে সাদা রং শরীরে হাওয়া বাতাস চলাচলে সাহায্য করে। তাছাড়াও সাদা রং সূর্যের আলো থেকে নির্গত রশ্মিকে নিয়ন্ত্রণ করে। ফলে গরম কম লাগে।

তীব্র গরমে ঢিলে ঢালা আন্ডার ক্লোথিং পরুন। এতে করে চিটচিটে ঘাম কম হবে। গরমকালে মাত্রাতিরিক্ত ঘাম হয়। বিশেষ করে, ঘাম থেকে মেয়েদের বুকের খাঁজে ময়লা জমে। যা পরবর্তীতে বড় বড় সমস্যার সৃষ্টি করে।

এবার দেখুন কোন ধরনের আন্ডার ক্লোথিং গুলো এড়িয়ে যাবেন –

আঁটোসাঁটো আন্ডার ক্লোথিং পড়া থেকে বিরত থাকুন।

ফ্যান্সি, ডিজাইন করা আন্ডার ক্লোথিং গরমে ভুলেও ব্যবহার করবেন না। এতে র‍্যাশের সমস্যা বেড়ে যায়।

কালো, চিটচিটে রঙের আন্ডার ক্লোথিং পড়বেন না। এতে গরমকালে গরম আরও বেশি গরম লাগে।

মেয়েরা এভাবে গরম কালে আন্ডার ক্লথিং নির্বাচন করুন, দেখবেন গরমেও আরাম পাবেন।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *