এই জন্যই তিনি অরিজিৎ সিং ! 

 

এই জন্যই তিনি অরিজিৎ সিং ! আবারও সকলের পাশে এসে দাঁড়ালেন দাঁড়ালেন তিনি !

 

এই জন্যই তিনি অরিজিৎ সিং !

 

আবারও সকলের পাশে এসে

দাঁড়ালেন দাঁড়ালেন তিনি !

 

গরমে সকলকে নাজেহাল অবস্থা থেকে  বাঁচাতে

সকলের জন্য যা করলেন তা ভাবতে পারবে না

 

অরিজিৎ সিংয়ের কাজ দেখলে

গর্বে বুক ভরে উঠবে !

 

অরিজিৎ সিং ! যাকে নিয়ে যতই বলি না কেন তাও বলা কম হবে । সর্বদা ক্রেজের সিংহাসনে অরিজিৎ সবার শীর্ষে। টলিউড হোক কিংবা বলিউড সর্বত্রেই তিনি নিজের সাম্রাজ্য বিস্তার করে রেখেছেন। সালমান হোক কিংবা শাহরুখ সকলেরই প্রয়োজন জিয়াগঞ্জের এই ছেলেটিকে । তিনি গাইলেই সিনেমা সুপার ডুপার হিট ।  ৮ থেকে ৮০ সকলেই অরিজিতের গানকে ভালোবাসি । তিনি কি শুধু একজন ভালো গায়ক ? না গায়ক হওয়ার পাশাপাশি একজন খাঁটি মানুষও। এত নাম ,যশ, প্রতিপত্তি থাকা সত্ত্বেও বিন্দুমাত্র অহংকার নেই । কোটি কোটি টাকার মালিক কিন্তু তাও এসে থাকেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জের সেই বাড়িতে। কখনো ছিমছাম পোশাক নিয়ে জিয়াগঞ্জের অলিতে গলিতে ঘুরে বেড়ান তো,  আবার কখনো ছেলের স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় । তাকে নিয়ে এমন সব কত গল্পই না শোনা গিয়েছে । কিন্তু এবার তিনি যে কাজটি করেছেন তা আবারও একবার তার বড় মনের পরিচয় দিয়েছে। অরিজিতের এমন কাজ দেখে ভক্তদের মধ্যে হইচই আরম্ভ হয়ে গেছে । সকলেই তার প্রশংসায় পঞ্চমুখ ।

এই মুহূর্তে গোটা বাংলা কাঁদছে গরমের দহন পীড়ায় । প্রতিনিয়ত যে পরিমাণে তাপমাত্রা বাড়ছে তাতে মানুষ যে অসুস্থ হবে সেকথা বলতে বাকি রাখে না । চিকিৎসকেরা প্রতিনিয়ত বাইরে না বেরোনোর পরামর্শ দিচ্ছে । কিন্তু মধ্যবিত্তরা বাইরে না বেরোলে খাবেন কি ? তারা তো আর ঘরে বসে এসির তলায় ঠাণ্ডা হাওয়া নিতে পারবেন না । তাই এই গরমে সকলের কথা ভেবে অভিনব উদ্যোগ নিতে দেখা গেল অরিজিৎ সিং এবং তাঁর পরিবারকে । জিয়াগঞ্জেই হেঁসেল নামের একটি রেস্তোরা রয়েছে । যেটি পরিচালনা করেন অরিজিৎ সিংয়ের পরিবার । গোটা মুর্শিদাবাদে এই হেঁসেলের বেশ নাম ডাক। শুধু মুর্শিদাবাদেই নয় গোটা বাংলাসহ দেশ-বিদেশ জুড়ে ছড়িয়ে পড়েছে এই হোটেলের খ্যাতি। দেশ বিদেশ থেকেও অনেক অতিথি এখানে খেতে আসেন এবং এই রেস্তোরার প্রশংসাও করেন । এই হোটেলের দেখ ভাল করেন অরিজিতের বাবা  সুরেন্দ্র সিং ওরফে কাক্কা সিং এবং হোটেলের ম্যানেজার রাজু।  গরমে সকলের অবস্থা নাজেহাল দেখে এবার এই হেঁসেলের বাইরেই ঠাণ্ডা জলের ব্যবস্থা করা হয়েছে। তবে এই জল খেতে কোন টাকা লাগবে না । এমনকি এতে করে তাদের ব্যবসাতেও কোনও লাভ হবে না। আসলে যা  গরম পড়েছে তাতে পথচলতি মানুষদের যেকোনো সময় যেকোনো কিছু হয়ে যেতে পারে । আর তাদের যাতে এই গরম থেকে একটু রেহাই দিতে পারে তার জন্য সকলের হাতে ঠাণ্ডা গ্লুকোজ জল তুলে দিচ্ছে এই হেঁসেল।  আর এমনই ছবি ধরা পড়েছে সামাজিক মাধ্যমে । অরিজিৎ সিংয়ের পরিবারের তরফ থেকে নেওয়া এই উদ্যোগ সত্যিই প্রশংসা যোগ্য। অরিজিৎ সিং কেন মাটির মানুষ তা এবার বোঝা যাচ্ছে । যার পরিবারের মানুষ এত ভালো তিনিও ভালো না হয়ে গিয়ে কোথায় যাবেন , তাই না ।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *