বৃষ্টির কোনও চান্সই নেই

বৃষ্টির কোনও চান্সই নেই! আরও বাড়বে গরম ;

 

বৃষ্টির কোনও

চান্সই নেই!

 

আরও বাড়বে

গরম!

 

বাড়ি থেকে বেরোতে

বারণ হাওয়া অফিসের!

 

গরমে ফুটবে

বাংলা!

 

সূর্যের পাওয়ার দেখতে দেখতে কাহিল গোটা বঙ্গবাসী । প্রাণ খুলে স্বস্তির নিঃশ্বাস টুকু নেওয়া যাচ্ছে না । এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে সকলেই ধোঁয়া ওঠা গরমে তেল ছাড়াই রোষ্ট হয়ে গিয়েছে । এই মুহূর্তে অফিসের বসের অত্যাচার নয় সহ্য করতে হচ্ছে গরমের অত্যাচার । ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশে সূর্য্যিবাবা জীবন হাজির। ইডেনে নারিনের ঝড় উঠলেও গোটা বঙ্গ জুড়ে চলছে গরমের আইপিএল ম্যাচ। প্রতিদিন গরমের জন্য মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে । বাইরে বেরোলে গরম, লু একেবারে আলিঙ্গন  করছে । পশ্চিমবঙ্গের অবস্থা মোটেও সুবিধার নয় । এপ্রিল মাসেই যে সমস্ত ওয়েদার রিপোর্ট নিয়ে হাজির হচ্ছে হাওয়া অফিস তাতে বঙ্গবাসীর অবস্থা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। এখনও পর্যন্ত তাপমাত্রা ৪২ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে । তবে আবহাওয়াবিদরা জানিয়েছে এটা তো শুধু নামমাত্র গরম । এরপর তাপমাত্রা হাফ সেঞ্চুরি পার করলেও অবাক হওয়ার কিছু থাকবে না । কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই গরম থেকে রেহাই  মিলবে  কবে ? কবে একটি স্বস্তির বৃষ্টি পাওয়া যাবে । তবে এই মুহূর্তে যে ওয়েদার রিপোর্ট সামনে এসেছে তা অত্যন্ত ভয়ঙ্কর ।

সম্প্রতি আলিপুর আবহাওয়া দপ্তর গোটা বঙ্গের জন্য তোলপাড় করা রিপোর্ট প্রকাশ্যে এনেছে । এই রিপোর্ট অনুসারে জানা গিয়েছে , আগামী সপ্তাহ অবধি গরমের তাপমাত্রা আরও বাড়বে । রবিবার থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত আগামী কয়কে দিন দুপুরে তাপমাত্রা থাকবে প্রায় ৪৫ ডিগ্রির ওপরে। আগামী সপ্তাহ অবধি কোনও বৃষ্টির সম্ভাবনা নেই । এই মূহুর্তে প্রায় প্রতিটা জেলায় জেলায় লাল সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস । জানা গিয়েছে , পূর্ব  মেদিনীপুর , পাঁশকুড়ায় তাপমাত্রা সবচেয়ে বেশি থাকবে । এছাড়াও দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম , বাঁকুড়া, পশ্চিম বর্ধমান লাল সতর্কতা জারি করা হয়েছে । এমনকি দক্ষিণবঙ্গের বিশেষ কয়েকটি জেলা যেমন হুগলী , বীড়ভূম, দুই ২৪ পরগনা , পূর্ব বর্ধমানে কমলা সতর্কবার্তা রয়েছে । এই মুহূর্তে যা বোঝা যা আগামী সপ্তাহ অবধি আবহাওয়ার কোনও পরিবর্তন ঘটবে না । বরং আরও অবনতির দিকে যাবে । এই গরম ঝেলতে হবে কলকাতাবাসীকেও । ৪০ ডিগ্রি পার করে যাওয়ার সম্ভাবনা রয়েছে । আরও জানিয়ে রাখি শুধু তাপমাত্রাই বাড়বে না সেই সাথে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তীব্র তাপপ্রবাহ চলবে । আর এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের সম্ভাবনা কয়েকগুণ বেড়ে যাবে । আলিপুর আবহাওয়া রিপোর্ট অনুযায়ী দক্ষিণবঙ্গের বুকে বৃষ্টি না হলেও , উত্তর বঙ্গের জন্য সুখবর । রবিবার দুপুরের পর থেকে দার্জিলিং , জলপাইগুড়ি এবংকালিম্পঙে  বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস । এমনকি সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় উঠবে। আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের এই তিন জেলা ঠাণ্ডা  থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা  ।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *