মুসলিমদের সন্তানসংখ্যা সত্যিই কি বেশি?

মুসলিমদের সন্তানসংখ্যা সত্যিই কি বেশি? মুসলিমরাই কি ঘন ঘন বাচ্চা জন্ম দেয় ?

 

মুসলিমদের সন্তানসংখ্যা
সত্যিই কি বেশি ?

মুসলিমরা কি ঘন ঘন
বাচ্চা জন্ম দেয় ?

নরেন্দ্র মোদির বক্তব্যের
পর তোলপাড় গোটা দেশ !

সমীক্ষায় কি
বলছে দেখুন

এই মুহূর্তে নরেন্দ্র মোদির একটি বক্তব্য গোটা
দেশজুড়ে তোলপাড় ফেলে দিয়েছে। নরেন্দ্র মোদির বক্তব্যের প্রতিটি পদে পদে বাকি ফুটে উঠেছে মুসলিমদের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব। আর যার জেরে গোটা জাতীয় স্তরের রাজনীতির মধ্যে শুরু হয়ে গিয়েছে ঘোরবচসা । সম্প্রতি প্রধানমন্ত্রী লোকসভা নির্বাচনের প্রচারের জন্য রাজস্থানে একটি সভা আয়োজন করেন। সভা চলাকালীন তিনি বলেন কংগ্রেসরা নাকি বহিরাগতদের মধ্যে দেশের যাবতীয় সম্পত্তির দখলদারি করতে দিচ্ছেন । একসময় এমন হবে যে নিজেদের দেশের সম্পত্তিতে নিজেদের কোন ভাগ থাকবে না,,,,,,,, অধিকার থাকবে শুধু এই বহিরাগতদের। কংগ্রেসরা যাদের ঘরে অনেক অনেক বাচ্চা, তাদের মধ্যেই দেশের সম্পত্তি ভাগ করে দিচ্ছে। প্রধানমন্ত্রী নাকি এই মন্তব্যের মাধ্যমে মুসলিমদের নিশানা করতে চেয়েছেন বলে দাবি সকলের। আর তার এই মন্তব্যকে ঘিরেই শুরু হয়েছে জোর জল্পনা। এই জল্পনার মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়ছে একটি প্রশ্ন। সত্যি কি মুসলিমদের ঘরে একসাথে অনেক অনেক বাচ্চা জন্মায়? মুসলিম মা বোনেরা কি ঘনঘন বাচ্চা জন্ম দেন? এই প্রশ্নগুলি উঠছে বারংবার।

আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এই তথ্য থেকেই জানা গিয়েছে মুসলিমদের জনসংখ্যা এই ভারতে ঠিক কতটা। তবে যে রিপোর্ট হাতে এসেছে সেটি ধর্মের ভিত্তিতে করা জনগণনার রিপোর্ট। কিন্তু এটি ১৩ বছরের পুরনো জনসংখ্যার রেকর্ড। ২০১১ সালের সমীক্ষা অনুযায়ী, ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের পর ভারতেই সবচেয়ে বেশি মুসলিম বাস করেন। হিন্দুর পর ভারতে দ্বিতীয় ধর্মের স্থান হচ্ছে মুসলিম। সেইসময় যে জনগণনা করা হয়েছিল তখন ভারতে জনসংখ্যা ছিল মোট ১২১ কোটি। আর তার মধ্যে দেশের মুসলিম জনসংখ্যা ছিল ১৭.২২ কোটি। আপনাদের জানিয়ে রাখি, স্বাধীনতা চলাকালীন দেশভাগের সময় অধিকাংশ মুসলিম পাকিস্তান এর দিকে চলে যায়। এর ফলে ভারতে মুসলিম সংখ্যা ছিল মাত্র ৩.৫ কোটি । সেই পরিসংখ্যান ২০১১ সালে এসে দাঁড়ায় প্রায় ১৮ কোটি কাছাকাছিতে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, যোগি রাজ্যেই সবচেয়ে বেশি মুসলিমদের বাস। ২০১১ সালের সমীক্ষা অনুযায়ী, উত্তরপ্রদেশে মুসলিম জনসংখ্যা নিরিখে সবার শীর্ষে। এরপরের স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ, তারপর বিহার, মহারাষ্ট্র, আসাম । যেখানে জম্মু কাশ্মীরের স্থান সবার উপরে থাকার কথা,,,,,,,,, সেখানে সপ্তম স্থানে রয়েছে এই রাজ্য। এবার আপনাদের সামনে ২০০১ সালের রিপোর্ট তুলে ধরি। ২০০১ সালের সমীক্ষা অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা ছিল ১০২ কোটি,,,,,, তার মধ্যে মুসলিমদের মোট সংখ্যা প্রায় ১৪ কোটির কাছাকাছি । মাত্র ১০ বছরের ফারাক তারই মধ্যে কত তাড়াতাড়ি বৃদ্ধি পেয়েছে জনসংখ্যা। আর এখান থেকেই আন্দাজ করা যাচ্ছে তাদের বাচ্চা জন্ম দেওয়ার হার ঠিক কতটা । আপনাদের আরো জানিয়ে রাখি, ২০২৪ সালে মুসলিমদের জনসংখ্যা ২০ কোটি ছাড়িয়ে যাবে বলেই অনুমান করছেন গবেষকরা । তবে জন সংখ্যা বৃদ্ধি পেলে কি হবে তাদের মধ্যেই বেকারত্বের হার সবচেয়ে বেশি । এমনটাই জানা গিয়েছে বিভিন্ন সমীক্ষা থেকে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *