ট্রেনে ঝুলে ঝুলে যাওয়ার দিন শেষ !

ট্রেনে ঝুলে ঝুলে যাওয়ার দিন শেষ !ট্রেন যাত্রীদের জন্য রইল দুর্দান্ত  সুখবর !

 

ট্রেনে ঝুলে ঝুলে

যাওয়ার দিন শেষ !

 

ট্রেন যাত্রীদের জন্য

রইল দুর্দান্ত  সুখবর !

 

দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেঁষাঘেঁষি

করে যেতে হবে না !

 

এখন থেকে শুয়ে বসে

আয়েশে আরামে পৌঁছে যাবেন গন্তব্যস্থলে !

 

আপনার শরীরে টোকা

পর্যন্ত লাগবে না !

 

এমনই ফাটাফাটি পরিকল্পনা

আনল ট্রেন কর্তৃপক্ষ !

 

প্রতিদিন মারপিঠ করে , চুল ছেঁড়া ছেঁড়ি করে ট্রেনে চড়া এ যেন নিত্যদিনের রুটিন ।  ট্রেনে বসে যাওয়ার কথা মাথায় আনাও যেন ঘোরতর পাপ।  তার ওপর যদি হয় ন-বগির ট্রেন সেখানে বসা তো দূর একটু পা রাখার জায়গাই পাওয়া যায় না। একে চাকরী যাওয়ার ভয়, তার ওপর ট্রেনের ভোগান্তি সব মিলিয়ে সাধারণ মানুষদের প্রাণ যায় যায় অবস্থা । আবার ট্রেনে না গিয়েও উপায় নেই । বাস, ট্যাক্সির যা ভাড়া সেটা দিতে গেলে সংসার খরচের অর্ধেক টাকাই শেষ হয়ে যাবে। তাই সাধারণ মধ্যবিত্তদের কাছে ট্রেনই একমাত্র ভরসা । যতই ভিড় হোক না যতই ঠেলাঠেলি হোক না কেন এই ট্রেনেই  চড়তেই হবে । তবে এখন যদি বলি আপনারা ট্রেনে হেলতে দুলতে ঘুমোতে ঘুমোতে যেতে পারবেন । এমনকি চাইলে ট্রেনের সিটে রানির মত করে বসতে পারবেন। কি বিশ্বাস হচ্ছে না তো ! অবিশ্বাস্য হলেও এমনটাই হতে চলেছে । এখন থেকে ঘাম জড়িয়ে ঘেঁষাঘেঁষি কর ট্রেনে করে যেতে হবে না । মানুষদের কথা ভেবে নয়া উদ্যোগ নিয়েছে ট্রেন কর্তৃপক্ষ। আর থাকবে না নয় কামরার ট্রেন ! এরপর থেকে চালু হবে ১২ বগির ট্রেন ।

 

আগে থেকেই ১২ বগির ট্রেন চালু ছিল । তবে সব ট্রেন ১২ বগি না হওয়ায় যাত্রী সাধারণদের সমস্যার সম্মুখীন হতে হয় । তবে শিয়ালদহ দক্ষিণের প্রায় সমস্ত  লোকাল ট্রেন ১২ বগির করে দেওয়া হলেও । অন্যদিকে শিয়ালদহ মেন এবং শিয়ালদহ উত্তর লাইনের সব ট্রেন ১২ বগির করা হয়নি । তবে এই দুই লাইনেই সবচেয়ে বেশি ভিড় হয় । এই ভিড় এড়াতেই পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছেন , শিয়ালদহ শাখার সমস্ত লোকাল ট্রেন ১২ বগির করে দেওয়া হবে। এতে যাত্রী সাধারনের অনেক সুবিধা হবে । ইতিমধ্যেই এই কাজ শুরু হয়ে গিয়েছে । জানা গিয়েছে, শিয়ালদহের এই দুই লাইনের স্টেশনের ছোট হওয়ার জন্যই ১২ বগির ট্রেনের পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছিল না । তবে এখন তা সম্ভব ! ১২ বগির ট্রেনের জন্য স্টেশনের দৈর্ঘ্য বৃদ্ধির কাজ শুরু হয়ে গিয়েছে।  ১ নম্বর থেকে ৫ নম্বর  প্ল্যাটফর্ম পর্যন্ত সেই কাজ চলছে। শুধু তাই নয় একই সাথে , নতুন ট্র্যাক , বৈদ্যুতিক লাইন ওভারহেড তারের কাজও জোরকদমে চলছে । নিরাপত্তা বৃদ্ধি  ইয়ার্ড লে আউটের পরিবর্তনের দিকে বিশেষ নজর রাখা হয়েছে । তবে যাত্রীদের যাতে কোন অসুবিধা না হয় সেদিকেও বেশ খেয়াল রেখেছেন রেলকর্মীরা। যত তাড়াতাড়ি এই কাজ শেষ করা যায় তত তাড়াতাড়ি মানুষের জন্য ভালো । জানা গিয়েছে , সকলের কথা ভেবেই রেল কর্মীরা ৪০ ডিগ্রী গরমকে উপেক্ষা করে এই কাজ জারি রেখেছেন। শুধু তাই নয় অফিস টাইমে সাধারণ মানুষদের অসুবিধা যাতে না হয় তার জন্য রাতের বেলা জেগে কাজ করছেন রেল কর্মীরা । রেলকর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে , ভোট শেষ হওয়ার এক মাসের মধ্যেই এই কাজও শেষ হয়ে যাবে । আর এই কাজ শেষ হয়ে গেলে শীঘ্রই ১২ বগির ট্রেনও চালু হয়ে যাবে।

 

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *