যেখানে সেখানে  রিলস বানাচ্ছেন ?

যেখানে সেখানে  রিলস বানাচ্ছেন ? সাবধান !মালদার এই ঘটনা শুনলে আর কখনো রিলস বানাবেন না !

 

যেখানে সেখানে

রিলস বানাচ্ছেন ?

 

সাবধান !

 

মালদার এই ঘটনা শুনলে আর

কখনো রিলস বানাবেন না !

 

রিলস থেকে একশো

হাত দূরে থাকবেন !

 

জীবনেও রিলসের নাম নেবেন না !

দেখুন কি ঘটেছে

 

আজকালকার প্রজন্ম রিলস ছাড়া কিছুই বোঝে না । রাস্তাঘাট, পার্ক মন্দির সবজায়গায় রিলস বানাতেই হবে । শুধু কি তাই, সাধ থেকে শ্রাদ্ধ বাড়িতেও রিলসের দেদার চল। আবার আজকাল রিলস বানিয়ে অনেকে নিজেকে শাহরুখ খান , সালমান খান , দীপিকা পাড়ুকোন মনে করছেন।  তরুণদের কাছে রিলস যেন মহামারীর মত ছড়িয়ে গেছে। শুধু কি তরুন ৮ থেকে ৮০ সকলেই রিলস দেখতে ভালবাসি, এমনকি রিলস বানাতেও ভালোবাসি । সময়ের ফাঁক পেলেই ফোন খুলে সকলেই রিলস বানাতে শুরু করে দেন । তবে এই রিলস শুধু নাচের মধ্যে কিংবা গানের মধ্যেই থেমে নেই । বেশি বেশি লাইক , ভিউস বাড়ানোর জন্য নিত্যনতুন ট্রেন্ড ফলো করে থাকেন । কিন্তু এই রিলস যে বর্তমান প্রজন্মকে কতটা ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে……………তা এবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলো মালদার এই  ঘটনা। রিলস যে কতটা ভয়ঙ্কর তার জন্য আপনাকে মালদার এই ঘটনা শুনতে হবে ।

মালদার পাঁচবন্ধু মিলে ভাগীরথী নদীতে স্নান করতে নামে । কিন্তু সেই স্নান করাও যেন শান্তিতে হচ্ছে না । সেখানেও বানাতে হবে রিলস। পাঁচবন্ধু মিলেই মনের আনন্দে নদীতে সাঁতার কাটার দৃশ্য ফোনে বন্দী করতে থাকে । উদ্দেশ্য একটাই সেই সাঁতার কাটার দৃশ্যকে জোড়া লাগিয়ে তৈরি করবে রিলস, সঙ্গে দেবে ট্রেন্ডিং গান। কিন্তু তাদের সেই স্বপ্ন সত্যি হল না ! তার আগেই ভাগীরথীর নদীর জলে মিশে গেল এক যুবক । পাঁচ বন্ধুর মধ্যে এক বন্ধু অপর আরেক বন্ধুর সাঁতার কাটার অঙ্গিভঙ্গিমা ক্যাপচার করছিল ফোনে। বেশ কায়দা করেই সাঁতার কাটছিল ওই যুবকটি । যাতে করে রিলস পোস্ট হলে ভালো ভিউস আসে । যুবকটি সাঁতার কাটতে এতটাই মত্ত হয়ে পড়েছিল যে…………  নদীর গভীরে চলে এসেছে সেই হুশই নেই । এরফলে নদীর জলে বিলীন হয়ে যায় ওই যুবক । চারবন্ধু তন্ন তন্ন করেও খুঁজে পায় না সেই যুবকটিকে। বাড়িতে খবর পাঠানো হলে কান্নায় ভেঙ্গে পড়ে তার পরিবার পরিজনের লোকেরা । ছেলেটির খোঁজে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা স্পিড বোট নামায় । তারপরও কোন খোঁজ পাওয়া যায় না।  এই ঘটনাই চোখে বারে বারে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে রিলস সমাজের ব্যাধি  ! রিলস সমাজের  অভিশাপ । প্রতিনিয়ত এই রিলস মানুষের মধ্যে ধৈর্য ক্ষমতা নষ্ট করে দিচ্ছে । রিলস মানুষকে এতটাই স্পিডি বানিয়ে দিচ্ছে যে…………আজকাল মানুষের কাছে পাঁচমিনিটের ভিডিও দেখার সময় নেই । কম সময়ে কিভাবে আনন্দ লাভ করা যায় সেই উদ্দেশ্যই মানুষ বার বার রিলসের কাছে আত্মসমপর্ন করছে । আর এই রিলস বানাতে গিয়ে মায়ের কোল খালি করে চলে গেলেন মালদার এক সন্তান ।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *