যাদবপুরে ধুন্ধুমার লড়াই

 

যাদবপুরে ধুন্ধুমার লড়াই ! জিতবে কে ? সায়নী নাকি সৃজন !

 

যাদবপুরে ধুন্ধুমার লড়াই !

 

জিতবে কে ?

সায়নী নাকি সৃজন !

 

ভোটের ময়দানে মুখোমুখী

দুই টাফ ফাইটার

 

টক্কর দেবে একে অপরকে !

২৪-এর ভোট একেবারে জমজমাট !

 

কার দখলে যাদবপুর ?

এই লড়াইয়ে জিতবে কে ?

 

প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য !

 

চলছে দিল্লিবাড়ির লড়াই !  হাতে আর সময় বেশি নেই। বাইরে তাপমাত্রা হাফ সেঞ্চুরির পথে………… কিন্তু এই গরম নেতা নেত্রীদের কাছে ধোপে টিকছে না । রোদ মাথায় নিয়ে লেগে রয়েছে প্রচারের কাজে । তবে এই গরমে সবচেয়ে হট কেন্দ্র হয়ে উঠেছে যাদবপুর । বিধানসভা ভোট হোক কিংবা লোকসভা সর্বদাই যাদবপুর চর্চিত একটি নাম। আর এবারের লোকসভা ভোটে একেবারে পাখির চোখ হয়ে উঠেছে এই স্থান। এবার মিমি নয় বরং লড়াই করবে সায়নী  ঘোষ। সাথে রয়েছে চৌখস নেতা সৃজন ভট্টাচার্য । সায়নী বনাম সৃজনের হাড্ডাহাড্ডি লড়াই। একে অপরকে টক্কর দিতে নেমে পড়েছে ময়দানে । দাপিয়ে চলছে দুজনের প্রচার কাজ । তবে প্রচারের মাঝে সায়নী প্রতিপক্ষকে খোঁচা দিতে ছাড়ছে না । যদিও এই কথা শুনে বামপন্থী নেতা হাত গুটিয়ে বসে নেই । তিনিও আচ্ছা করে সাবান জল দিয়ে ধুয়ে দিচ্ছেন অভিনেত্রীকে। একজন বুনো ওল হলে আরেকজন বাঘা তেঁতুল ।  গত এক দশক ধরে এই যাদবপুর তৃণমূলের ঘাঁটি । তবে এবার প্রশ্ন হচ্ছে এই ২৪ এর ভোটে কি সায়নী যাদবপুরে প্রতিপত্তি গড়তে পারবে ? নাকি সৃজন ছিনিয়ে নেবে রাজ সিংহাসন । এই প্রশ্নের উত্তরই দিয়েছে সি ভোটার সমীক্ষা । সমীক্ষা থেকে যে উত্তর পাওয়া গিয়েছে তা মাথা ঘুরিয়ে দেবে ।

সম্প্রতি একটি স্বনামধন্য সংবাদমাধ্যম পরিচালিত সি ভোটার সমীক্ষা থেকে ৪২ টি ভোট কেন্দ্রে সম্ভাব্য জয়ীর তালিকা পাওয়া গিয়েছে । ৪২ টি কেন্দ্রের মধ্যে নাম রয়েছে যাদবপুরের । এই রিপোর্ট থেকে জানা গিয়েছে সৃজন নাকি সায়নীর পাল্লা ভারী রয়েছে । যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃনমূলের প্রার্থী সায়নী ঘোষ , সিপিএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য , বিজেপি প্রার্থী ডঃ অনির্বাণ গাঙ্গুলি । এককথায় বলা যায় , সবকটা দলই বাঘা বাঘা প্রার্থী দাঁড় করিয়েছে যাদবপুরে। তবে এই ত্রিমুখী লড়াইয়ে এগিয়ে সায়নী ঘোষ । সি সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, ২৪ এর লোকসভা ভোটে যাদবপুরে সিংহাসন হয়তো সায়নী ঘোষের নামেই আসতে পারে । আরও একবার হয়তো যাদবপুরে তৃণমূলের ঝড় উঠতে পারে । তবে উঠবেই  যে এমনটা নয়, কারণ এই রিপোর্ট সাধারণ সমীক্ষা মাত্র । যখন তখন পাশা বদলে যেতে পারে । আবার রাজনীতিবিদদের একাংশ মনে করছেন সায়নী ঘোষের জেতার সম্ভাবনা একেবারেই কম। কারণ প্রচারে বেরিয়ে তিনি এমন সব কথা বলেছেন…………যার দরুন বিতর্কের খাতায় তার নাম বারবার উঠে এসেছে। যেমন শিবলিঙ্গে কনডম লাগাও এই একটি কথা তাকে দারুনভাবে বিতর্কের মুখে ফেলেছিল। আর এই বিতর্কের প্রভাব কোথাও গিয়ে ভোটবাক্সে পড়তে পারে বলেই মনে করছেন রাজনীতিবিদরা । অন্যদিকে , সৃজনের প্রতি অনেকের আস্থা রয়েছে । প্রথমত তিনি ছাত্র জীবন থেকে রাজনীতিতে যুক্ত । যার ফলে তিনি জানেন কোথায় কিভাবে মর্যাদার সাথে কথা বলতে হয় । এমনকি রাজনীতিতে টিকে থাকতে হলে কোন বল প্রয়োগ করতে হয় সেটাও ভালো ভাবে রপ্ত । তাই খেলা যে বেশ টানটান হতে চলেছে সেই বিষয়ে কোন সন্দেহ নেই । তবে এবার কুর্সি কার হবে সেটা একমাত্র সময়ই বলতে পারবে।

 

 

 

 

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *