টানা ১৯ ঘন্টা খোলা থাকবে, রাম মন্দিরের দরজা! এই প্রথমবার রাম লালাকে অনেকক্ষণ দেখা যাবে, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকবে?

টানা ১৯ ঘন্টা খোলা থাকবে, রাম মন্দিরের দরজা! এই প্রথমবার রাম লালাকে অনেকক্ষণ দেখা যাবে, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকবে?

টানা ১৯ ঘন্টা খোলা থাকবে,
রাম মন্দিরের দরজা!

এই প্রথমবার রাম লালাকে
অনেকক্ষণ দেখা যাবে!

সরাসরি রাম ললাকে
দর্শনের সুযোগ মিলবে!

নজিরবিহীন উদ্যোগ নিল
রাম মন্দির কমিটি!

কটা থেকে কটা পর্যন্ত
দেখতে পাবেন রাম লালাকে?

দেখুন

টানা ৫০০ বছর পর ভারতবাসীরা রামলালাকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। অনেক কাল ঘাম ঝরিয়ে অযোধ্যায় বালক রাম লালার মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। সেই আনন্দ, সফলতা, গর্ববোধের রেশ এখনও কাটেনি। প্রতিমুহূর্তে লাখ লাখ রামভক্ত,,,, রাম মন্দিরে ঠাঁই জমাচ্ছেন। একটিবার এক ঝলক, এক পলক ____ ভগবান শ্রী রামলালাকে দেখবেন বলে দূর-দূরান্ত থেকে মানুষ,,, নাওয়া খাওয়া ভুলে,, রাম মন্দির চত্বরে পড়ে রয়েছেন। ভগবান রামলালার সাক্ষাৎ পাওয়া তো আর চারটিখানি কথা নয়। বিশেষ তিথি, নক্ষত্র এবং বার না থাকলে ভগবান রামচন্দ্রের দর্শন কপালে জোটে না। তবে এবার ভগবান শ্রী রামচন্দ্রের দর্শনের সময়সীমা নিয়ে বিশাল উদ্যোগ নিল রাম মন্দির কমিটি।

রাম মন্দির প্রতিষ্ঠার পর এই প্রথম ১৯ ঘন্টার জন্য রাম মন্দিরের দরজা খোলা রাখা হচ্ছে। অল্পস্বল্প নয় একেবারে টানা ১৯ ঘন্টা ভগবান শ্রীরামলালার সাক্ষাৎ পাবেন পবিত্র ভক্তরা। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাঁই দর্শন করা যাবে প্রভু শ্রী রামকে। অপলক দৃষ্টিতে, ভক্তিভরে প্রভু রামলালার বালক মূর্তিকে মন দিয়ে দর্শন করা যাবে। রামনবমীর পবিত্র তিথি ও পবিত্র নক্ষত্রকে মাথায় রেখে এই বৃহত্তর সিদ্ধান্ত নিয়েছে রাম মন্দিরের ট্রাস্ট কমিটি। আজ রামনবমীর পবিত্র দিনে ভোর ৩ টে ৩০ মিনিটে রাম মন্দিরের দরজা ১৯ ঘণ্টার জন্য খুলে দেওয়া হয়েছে। আজ রাত ১১ টা পর্যন্ত ভগবান রাম লালার সিংহ দুয়ার ভক্তবৃন্দদের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে। অর্থাৎ রাত এগারোটার পর রামলালার সিংহ দুয়ার বন্ধ হয়ে যাবে। এরপর আবার পুরনো নিয়মে রাম লালার দর্শন মিলবে।

এই বিষয়ে রাম মন্দিরের ট্রাস্ট কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রামলালার ভক্তদের কথা মাথায় রেখেই এই সম্পূর্ণ সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। রাম মন্দির প্রতিষ্ঠার পর থেকেই প্রতিদিন লাখ লাখ ভক্তের জনসমাগম ঘটে এই মন্দির চত্বরে। অনেকেই সঠিক সময়ে মন্দিরে প্রবেশ করতে না পারার কারণে,, রামলালার মুখদর্শন করতে পারেন না। ফলস্বরূপ দূরদদূরান্ত থেকে আসা ভক্তদের মন খারাপ করেই ফিরে যেতে হয়। তাই এবার রামনবমীর মতন নক্ষত্রকচিত দিনে, সকলেই যাতে, রামলালার দর্শন করতে পারেন, তাই রামলালার সিংহ দুয়ার খোলা রাখার ব্যবস্থা করা হয়েছে। নিঃসন্দেহে এই উদ্যোগে অগণিত রাম ভক্তের মুখে হাসি ফুটেছে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *