হুগলীতে মেগা ফাইট !

হুগলিতে মেগা ফাইট ! রচনা বনাম লকেটের লড়াই !

হুগলিতে মেগা ফাইট !

রচনা বনাম
লকেটের লড়াই !

জুনিয়র রচনা নাকি সিনিয়র লকেট
কে হাসবে শেষ হাসি ?

কার হবে জয়জয়কার ?

হুগলির মাঠে-ঘাটে ফুটবে
পদ্ম নাকি ঘাসফুল !

কুর্সি দখলের লড়াইয়ে এগিয়ে কে?

সমীক্ষায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
যা শুনলে বাংলার মানুষ থ হয়ে যাবেন

 

আসন্ন লোকসভা ভোটে চর্চিত কেন্দ্র হুগলি। হুগলিতে যেন কাঁটো কা লড়াই হতে চলেছে । হবে নাই বা কেন ! মুখোমুখি দাঁড়িয়ে দুই সহ অভিনেত্রী । একদিকে রাজনীতিতে পিএইচডি পাস লকেট চ্যাটার্জি আর অন্যদিকে বাংলার দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি। জা বনাম জায়ের খেলা। একবারে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে হুগলিতে । দুজনেই তুমুল ব্যস্ত ভোট প্রচারে। ব্যক্তিগতভাবে যতই ভালো সম্পর্ক থাকুক না কেনো,,,,,,,,,,,রাজনৈতিক ময়দানে কেউ কাউকে এক চুল জমি ছাড়তে নারাজ। তবে রাজনীতির জগত রচনা ব্যানার্জীর কাছে একেবারেই নতুন । আর এইদিকে লকেট চ্যাটার্জি রাজনীতির ময়দানে দাপুটে নেত্রী। তাই তিনি জানেন কখন কিভাবে কোন বুদ্ধি প্রয়োগ করে কাজ করা উচিত। হেরে গিয়ে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় সেই জ্ঞানও রপ্ত লকেটের । তবে রচনা ব্যানার্জি লোকসভা ভোটের প্রার্থী হলে কি হবে ,,,,,,,,,,,,, রাজনীতি আসলে কি? সেই পাঠই রপ্ত করতে পারেননি। প্রচারে গিয়ে তিনি এমন সব কথা বলে বসছেন যার ফলে বারবার ট্রোলের শিকার হতে হচ্ছে তাকে। আর এই ট্রোলের মাঝে আমজনতাদের মনে প্রশ্ন তৈরি হয়েছে আসন্ন লোকসভা ভোটে কার দল ভারী হতে পারে? রচনা ব্যানার্জীর যে সমস্ত কাজ করছেন তাতে কি আদৌ তিনি জিততে পারবেন? নাকি আবারো হুগলির আকাশে বিজেপির পতাকা উড়বে। এই বিষয় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো সি সমীক্ষা থেকে। এই তথ্য কিছুটা হলেও আগামি ঝড়ের আভাস তৈরি করতে পারে।

 

সম্প্রতি হুগলির লোকসভা কেন্দ্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে সি সমীক্ষা। স্বনামধন্য সংবাদমাধ্যম পরিচালিত সমীক্ষা থেকে জানা গিয়েছে,,,,,,,, হুগলিতে তৃণমূল নাকি বিজেপি জিতবে। হাইভোল্টেজ কেন্দ্র হুগলিতে তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি, বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এবং সিপিএম প্রার্থী মনোদীপ ঘোষ । এই ত্রিমুখী লড়াইয়ের দৌড়ে এগিয়ে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি । হ্যাঁ,,,,,এই সি ভোটার সমীক্ষায় সম্ভাব্য জয়ী হিসেবেই নাম রয়েছে তাঁর। অর্থাৎ আবারো হুগলির হটসিট দখল করতে পারে অভিনেত্রী লকেট চ্যাটার্জি। তবে তিনিই যে হবেন এমনটা নয়। এটি একটি সাধারণ সমীক্ষা মাত্র । এই হার জিত নির্ভর করছে সম্পূর্ণই হুগলির প্রজাদের ওপর। গতবার তারা নেত্রী হিসেবে বেছে নিয়েছিলেন লকেটকে। ২০১৯ এর লোকসভা ভোটেই হুগলিতে জয়জয়কার হয়েছিল বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জির। তৃণমূলের প্রার্থী রত্না দে-র বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন । রত্নাকে একেবারে বিপুল ভোটে হারিয়ে হুগলির রাজ সিংহাসন ছিনিয়ে নিয়েছিলেন তিনি । তবে এবার শাসক দল এই ময়দানে জেতার জন্য যাকে তাকে রাখেননি । এবার অবতীর্ণ করেছে রচনা ব্যানার্জিকে। শুধু হুগলিই নয় আরো এমন অনেক লোক সভা কেন্দ্র রয়েছে যেখানে প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে তারকাদের মুখকে। রাজনীতি বিশেষজ্ঞদের মতে, তৃণমূলের স্ট্র্যাটেজিই হচ্ছে তারকাদের টার্গেট করা। কারণ শাসকদল মনে করে যাদের জনপ্রিয়তা রয়েছে, তাদেরই বাংলার মানুষ ভোট দেবে । এতে করে ভোটবাক্সে ভুরি ভুরি ভোট ভরানো যাবে । কিন্তু সাধারন মানুষ চায় তাদের পাশে যে দাঁড়াবে, তাদের সমস্যা যে দূর করবে………. একমাত্র তাকেই ভোট দেবে। সেদিক থেকে বিচার করে দেখলে লকেট চ্যাটার্জি রচনার থেকে অনেক এগিয়ে। হ্যাঁ হয়তো তিনি রচনার মত এখন আর তেমন জনপ্রিয় নন, তবে রাজনীতির ময়দানে তিনি রচনাকে টক্কর দেওয়ার মতই ক্ষমতা রাখেন। শুধু তাই নয়, এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে শাসকদলের যে অবস্থা এমনকি বসিরহাটের যে পরিণতি হয়েছে তা কিন্তু বাংলার মানুষ এখনোও ভোলেননি। তাই জনপ্রিয়তা আদৌ এখানে কাজ করবে কি না সেটাও ভেবে দেখার বিষয় । শুধু তাই নয় রচনা ব্যানার্জির প্রচারের সময় কান্ডকীর্তি দেখে অনেকরই মনে এখনোও দ্বন্দ্ব তৈরি হয়েছে। তার মধ্যে নেত্রী সুলভ কোনো আচরণই দেখা যায়নি বলে মনে করেছে অনেকেই । তবে এবার মানুষ কাকে বেছে নেবে সেটা একমাত্র তারাই জানেন । ২০২৪ এর এই হাড্ডা হাড্ডি লড়াইয়ে কে এগিয়ে থাকবে তা একমাত্র ভোটের ফলাফলই বলতে পারবে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *