দেবাংশু নাকি অভিজিৎ , ধুন্ধুমার লড়াইয়ে জিতবে কে ?

দেবাংশু নাকি অভিজিৎ , ধুন্ধুমার লড়াইয়ে জিতবে কে ?

দেবাংশু নাকি অভিজিৎ ,
ধুন্ধুমার লড়াইয়ে জিতবে কে ?

তমলুকের মাটিতে উড়বে
কার ঝান্ডা ?

ফুটবে কোন ফুল ?
পদ্ম নাকি ঘাস ,

শুভেন্দুর ঘরেই
দেবাংশু বনাম অভিজিতের লড়াই !

পাশা খেলার মোড় ঘুরিয়ে
দিল সি ভোটার সমীক্ষা

ভোটের আগেই সমীক্ষা থেকে
উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

দিল্লির কুর্সি দখলের লড়াইয়ে টান টান উত্তেজনার ম্যাচ চলছে তমলুকে। একদিকে প্রাক্তন বিচারপতি অন্যদিকে তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্য। প্রচারে ব্যস্ত থাকলেও কেউ কাউকে চোখা মন্তব্য করতে ছাড়ছেন না। দুজনেই ডায়লগ দিতে ওস্তাদ ! কেউ নিজেকে দাবি করছেন চন্দ্রবোড়া তো আবার কেউ নিজেকে দাবি করছেন জাত গোখরা। রাজনীতির ময়দান অভিজিৎ গাঙ্গুলীর কাছে নতুন হলেও দেবাংশু ভট্টাচার্যের কাছে জলভাত। তবে কেউ কাউকে ছেড়ে দেবার পাত্র নয় । দেবাংশু বুনো ওল হলে মিস্টার গাঙ্গুলী বাঘা তেঁতুল। দুজনেরই এক নীতি রাজনীতির ময়দানে কেউ কাউকে এক ইঞ্চি জায়গা দেবে না। তবে এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে থাকবে সেই নিয়েই চলছে জোর চর্চা। দাদু নাতির লড়াইয়ে কে এগিয়ে থাকবে? থেকে যাচ্ছে বিরাট প্রশ্ন। আসন্ন লোকসভা নির্বাচনে ওজনভারী কার। সেই বিষয়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো সি সমীক্ষা থেকে। এই তথ্য একেবারে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো।

সম্প্রতি একটি স্বনামধন্য সংবাদমাধ্যমের তরফ থেকে জানানো হয়েছে তমলুকে জেতার সম্ভাবনা সবচেয়ে কার বেশি। এর আগেও বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রে নিয়ে এমন তথ্য উঠে এসেছে । সেই লোকসভা কেন্দ্রগুলি থেকে সম্ভাব্য জয়ী কে হতে পারে সে বিষয়ে জানানো হয়েছে। তেমনি তমলুক নিয়েও এই সমীক্ষা করা হয়। তমলুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এবং এবং সিপিএমের প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। এই তিনজনের লড়াইয়ে জয়ী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে প্রাক্তন বিচারপতি মিস্টার গাঙ্গুলি। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সি ভোটার সমীক্ষা থেকে। অর্থাৎ তমলুকের ময়দানে গেরুয়া ঝড় উঠতে পারে বলেই সম্ভাবনা রয়েছে। তবে মনে রাখবেন এটি সম্পূর্ণ সম্ভাব্য জয়ী হবার সমীক্ষা মাত্র। এই সমীক্ষা কখনোই আগামী দিনের রাজনৈতিক ভবিষ্যৎবাণী করে না। মূলত সি সমীক্ষা একটি পোল ওপনিয়ন। সাধারণ মানুষ কি ভাবছেন সেই তথ্য তুলে ধরা হয় এর মাধ্যমে। এই সমীক্ষার মাধ্যমে শাসক দল এবং বিরোধী দলের মধ্যে কে এগিয়ে থাকতে পারে কে পিছিয়ে থাকতে পারে সেই আভাসই জানানো হয় এর মাধ্যমে । কিন্তু তার মানে এই নয় যে সমীক্ষা একেবারেই হুবহু সত্য। তবে সে সমীক্ষা যাই বলুক না কেন তমলুকের বাসিন্দা কাকে বেছে নেবে সেটাই দেখার পালা। কারণ তিনজনই হেভিওয়েট নেতা । তিনজনের মধ্যে কে সিংহাসন দখল করবে তা এখন শুধু ভোট ফলাফলই বলতে পারে ।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *