ফেঁসে গেলেন হার্দিক পাণ্ডিয়া! কোটি কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ, শিকার করলেন নিজেই

ফেঁসে গেলেন হার্দিক পাণ্ডিয়া! কোটি কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ, শিকার করলেন নিজেই

ফেঁসে গেলেন হার্দিক পাণ্ডিয়া!
কোটি কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ!

শিকার করলেন নিজেই!

বড়সড় চিটিংবাজিতে জড়াল,
মিস্টার পান্ডিয়ার নাম!

সাংঘাতিক বিপদে
এই তারকা ক্রিকেটার!

দেখুন ঠিক কি ঘটেছে

সময় ভালো যাচ্ছে না হার্দিক পাণ্ডিয়ার! একেই,,,, সিজনের শুরু থেকেই একের পর এক বিতর্ক তাড়িয়ে বেড়াচ্ছে এই তারকা ক্রিকেটারকে। তার মাঝে নতুন বিপদ পান্ডিয়ার ভাগ্যে। এবার হার্দিক পান্ডিয়া জড়িয়ে গেলেন অর্থ কেলেঙ্কারির কেসে। একদমই তাই। যা নিয়ে রীতিমত হুলস্থূল কান্ড ক্রিকেট দুনিয়ায় অন্দরমহলে। তবে দুশ্চিন্তার কিছুই নেই,,, হার্দিক পান্ডিয়া নিজে কোনও অপরাধের সঙ্গে জড়াননি। আপনাদের যে আর্থিক কেলেঙ্কারীর কথা বলা হচ্ছে, সেই অভিযোগ আসলে তুলেছেন খোদ হার্দিক পান্ডিয়া,,,, তার নিজের সৎ ভাই বৈভব পান্ডিয়ার বিরুদ্ধে। এই গোটা বিষয়টি সম্পূর্ণ হার্দিক পান্ডিয়ার পারিবারিক সমস্যার মধ্যে পড়ছে।

তথ্যসূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের দিকে হার্দিক পান্ডিয়া, তার নিজের আপন ভাই ক্রুনাল পান্ডিয়া এবং তার সৎ ভাই বৈরভ পান্ডিয়ার সঙ্গে যৌথভাবে পলিমার নামের একটি ব্যবসা শুরু করেন। সেই ব্যবসায়, কথামতো শর্ত ছিল যে, হার্দিক এবং ক্রুনাল ৪০ শতাংশ করে মূলধনের যোগান দেবে। অন্যদিকে তাদের সৎ ভাই ভৈরব কুড়ি শতাংশ করে মূলধন জমা দেবে। এছাড়াও তিনজনের এই ব্যবসা থেকে যে লাভ বা মুনাফা পাওয়া যাবে সেটি তিন ভাইয়ের মধ্যে সমানভাবে বন্টন করা হবে। কথামতো তিন ভাইয়ের ব্যবসা শুরু হলেও মাঝপথে ঝামেলা তৈরি করেন ভৈরব পান্ডিয়া। ইতিমধ্যেই ভৈরবের বিরুদ্ধে ব্যবসায়িক চুক্তি লঙ্ঘন এবং আর্থিক তছরূপের অভিযোগ তুলেছেন হার্দিক এবং ক্রুনাল। একই সঙ্গে মুম্বাই পুলিশ প্রশাসনের কাছে সৎ ভাইয়ের বিরুদ্ধে ডায়েরিও করেছেন হার্দিক এবং ক্রুণাল।

এদিকে পান্ডিয়া ব্রাদার্স এর বিরুদ্ধে, পাল্টা ক্ষোভ প্রকাশ করেছেন অভিযুক্ত সৎ ভাই ভৈরব পান্ডিয়া। তার বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ তোলায় হার্দিক এবং ক্রুনালের ভাবমূর্তি নষ্ট করারও হুমকি দিয়েছেন। তথ্য সূত্রে জানা গিয়েছে, হুমকি দেওয়ার পর পরই ভৈরবকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *