এপ্রিল মাসেই রেশনে পাবেন ডবল ডবল সামগ্রী! বস্তা ভর্তি করে পাবেন ছোলা, চিনি, ময়দা আরও কত কি…

এপ্রিল মাসেই রেশনে পাবেন ডবল ডবল সামগ্রী! বস্তা ভর্তি করে পাবেন ছোলা, চিনি, ময়দা আরও কত কি…

এপ্রিল মাসেই রেশনে পাবেন
ডবল ডবল সামগ্রী!

বস্তা ভর্তি করে পাবেন
ছোলা, চিনি, ময়দা আরও কত কি…

সবই পাবেন অতিরিক্ত,
আরও বেশি বেশি!

রেশন উপভোক্তাদের
জন্য ফাটাফাটি সুখবর!

দুর্দান্ত সিদ্ধান্ত
রাজ্য সরকারের!

এপ্রিল মাসে আর
কি কি পাবেন রেশনে?

কারা পাবেন রেশনের
অতিরিক্ত খাদ্য সামগ্রী?

কারাই বা পাবেন না?
সামনে এলো বড়সড় আপডেট

রেশন কার্ড, পশ্চিমবঙ্গের গরীব এবং মধ্যবিত্ত মানুষের কাছে দু’মুঠো অন্ন যোগানোর শেষ ভরসা হলো এই রেশন কার্ড। এই কার্ড আছে বলেই, বাংলার মানুষেরা কেউ না খেয়ে খালি পেটে ঘুমায় না। আর তাই এই রেশন কার্ডের শক্তি যাতে আরো বাড়ে, এই কার্ড যাতে আরও বেশি উপকারে আসে, সেদিকে বরাবরই নজর দিয়ে আসছেন আমাদের রাজ্য সরকার। আর সেই লক্ষ্যেই এবার এপ্রিল মাসে রেশন কার্ড নিয়ে, বিশেষ প্যাকেজ ঘোষণা করলেন রাজ্য সরকার। অন্তোদয় অন্নযোজনা এবং বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত পরিবারের জন্য এই বিশেষ প্যাকেজটি ঘোষণা করা হয়েছে। এই প্যাকেজটি মূলত শুরু হয়েছে রমজান মাস থেকে। প্যাকেজটির নাম “রমজান বিশেষ প্যাকেজ”। আপনারা এই প্যাকেজটির সুবিধা পাবেন গোটা এপ্রিল মাস জুড়ে।

এই প্যাকেজটি শুধুমাত্র তারাই পাবেন যাদের SPHH এবং AAY কার্ড রয়েছে।

এই প্যাকেজটি সুবিধাটি ঠিক কেমন?

এই প্যাকেজটি বিশেষ সুবিধার মধ্যে অন্যতম হলো অনেক কম মূল্যে রেশন পেয়ে যাবেন আপনারা। সাধারণত যে দামে আপনারা রেশন নিয়ে থাকেন তার থেকেও কম দামি রেশন পেয়ে যাবেন। এই প্যাকেজের আন্ডারে আপনারা ১ কেজি ছোলা পাবেন মাত্র ৪৯ টাকায়, ১ কেজি ময়দা পাবেন ৩০ টাকায়, ১ কেজি চিনি পাবেন ৩২ টাকায়। একেবারে সুলভ মূল্যে জলের দামে পেয়ে যাবেন আরও অন্যান্য সামগ্রী। একুশে এপ্রিল পর্যন্ত আপনারা এই পরিষেবা পাবেন। রমজান মাস উপলক্ষে চালু করা এই পরিষেবায় স্বাভাবিকভাবেই হাসি ফুটেছে মুসলিমদের মুখে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *