গরীব মানুষের আবার কিসের চিকিৎসা? গরীবের টাকাও নেই, চিকিৎসা নেই, মারা গেলে শশ্মানে কাঠও জোটে না

গরীব মানুষের আবার কিসের চিকিৎসা? গরীবের টাকাও নেই, চিকিৎসা নেই, মারা গেলে শশ্মানে কাঠও জোটে না

গরীব মানুষের আবার
কিসের চিকিৎসা?

তাদের আবার
কিসের ডাক্তার বৈদ্য?

গরীবের টাকাও নেই,
চিকিৎসা নেই!

মারা গেলে শশ্মানে
কাঠও জোটে না!!

অভাবী, কাঙ্গালীদের
কপালে কেবলই মৃত্যু!

এই অপ্রিয় সত্যগুলো
ফুটে উঠেছে – ও অভাগী, সিনেমায়!

যা দেখে চোখে জল
দর্শকদের

এই মুহূর্তে টলিপাড়ায় রাজ করছে পরিচালক অনির্বাণ চক্রবর্তী নির্মিত _ ও অভাগী _ সিনেমাটি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের – অভাগীর স্বর্গ, গল্প অবলম্বনে এই সিনেমাটি নির্মিত হয়েছে। এমন অসাধারণ সিনেমাটি প্রযোজনা করেছেন ডক্টর প্রবীর ভৌমিক। এটি কোনও সাধারন সিনেমা নয়। এই সিনেমার প্রতি পরতে পরতে ফুটে উঠেছে সমাজের বাস্তব কিছু চিত্র। এই সিনেমা কোথাও গিয়ে যেন সমাজের অবহেলিত গরিব মানুষের ভাষা হয়ে উঠেছে। অর্থের কাছে কিভাবে স্বাস্থ্য বিক্রি হচ্ছে সে দৃশ্যও সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে সিনেমায়।

আমার ইন্ট্রো –

মিথিলার ইন্টার ভিউ – 2084 এবং 2085

রূপঙ্কর – 2072

রোশনি – 2070, 2071

মৌসুমী – 2077

প্রদ্যুত – 2078

প্রসেনজিৎ – 2095

কেষ্ট ভিলেন – 2086

মানসী – 2100

ছবিগুলো মাস্ট ইউজ করবি

সুন্দর করে সাজিয়ে দিস

আগে আমাকে দেখাবি, তারপর আপলোড


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *