বাংলার দিদি নম্বর ওয়ানের বিদ্যের দৌড় কতখানি  ?

বাংলার দিদি নম্বর ওয়ানের বিদ্যের দৌড় কতখানি  ?

বাংলার দিদি নম্বর ওয়ানের বিদ্যের দৌড় কতখানি ?

অভিনয় তো ফাটাফাটি,

ছাত্রী হিসেবেও মন্দ ছিলেন না তিনি !

রচনা ব্যানার্জির মেধার কাছে

পার পাবেন না নামজাদা অভিনেত্রীরাও !

তার ঝুলিতে রয়েছে

বড় বড় সার্টিফিকেট !

ডিগ্রীধারী রচনা ব্যানার্জি

পড়াশুনায় কতটা তুখর জেনে নেওয়া যাক !

রচনা ব্যানার্জি ! অভিনেত্রীকে নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। গোটা টলিপাড়া আজও তাকে এক ডাকে চেনে। অভিনেত্রী, সঞ্চালিকা, মা সব রূপেই তিনি সর্বেসর্বা ! তবে এখন তিনি অভিনেত্রীই নন নেত্রীও বটে। ২০২৪ এর লোকসভা ভোটের বড় লড়াইয়ে অংশগ্রহন করেছেন তিনি। এতদিন সিনেমার মঞ্চ কাঁপাতে দেখা গিয়েছে তাকে। এবার দেখা যাবে নতুন রূপে রাজনীতির মঞ্চ কাঁপাতে। হুগলীতে তৃণমূলের প্রার্থী হয়েছেন নেত্রী রচনা ব্যানার্জি । আর তাঁরই প্রতিদ্বন্দ্বী হিসেবে বিরোধী দলের প্রার্থী হয়েছেন অভিনেত্রী তথা নেত্রী লকেট  চট্টোপাধ্যায়। আর এই নিয়েই মানুষের মনে প্রশ্নের দানা বেঁধেছে। লকেট চট্টোপাধ্যায়কে একজন রাজনীতিবিদ হিসেবে সকলেই চেনেন। এমনকি রাজনীতির মাঠে তিনি কতোটা দাপুটে সে কথা সকলেরই জানা । তিনি শুধু দাপুটে নেত্রীই নন একাধারে বেশ ডিগ্রীধারী ব্যক্তিও ।  কিন্তু অন্যদিকে রচনা ব্যানার্জি এই ময়দানে একেবারেই নতুন । তিনি কি আদৌ লকেটের যোগ্য প্রতিদ্বন্দ্বী? তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে মানুষের মনে কৌতূহল সৃষ্টি হয়েছে?  একজন রাজনীতিবিদ হিসেবে লড়াই করার জন্য তার শিক্ষার দৌড় কতখানি সেটাই দেখার বিষয় ।

অভিনেত্রী রচনা ব্যানার্জির অভিনয় দক্ষতা নিয়ে কোন কথা হবে না। তার সমস্ত কাহিনী সকলের জানা , তবে তার শিক্ষাগত যোগ্যতা আজও সকলের কাছে অজানা। আজ পর্যন্ত যতটুকু জানা গিয়েছে তাও সঠিক ভাবে স্পষ্ট নয়। তথ্যসুত্রে জানা যায় , তিনি খুবই অল্প বয়সে অভিনয় সাথে যুক্ত হয়ে পড়েছিলেন।  এরফলে বেশিদূর পড়াশুনা করতে পারেননি । তবে তিনি সর্বদা চেষ্টা করেছেন নিজের পড়াশোনা এবং ক্যারিয়ার দুটোকেই একসাথে সামলাতে। শোনা গিয়েছে , তিনি ছোটবেলায় পড়াশোনায় বেশ মনযোগী ছিলেন। স্কুলেও সর্বদা ভালো ফলাফলই করতেন । বাবা মায়ের কাছে কখনোই এই নিয়ে অভিযোগ করতে দেননি । তবে তিনি কোন স্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সেই তথ্য আজও হাতে আসেনি । তবে এতটুকু জানা গিয়েছে , তিনি কলকাতারই মেয়ে । সেই সুত্রে তাঁর পড়াশোনা সম্পন্ন হয়েছে কলকাতার স্কুল , কলেজ থেকে। উচ্চমাধ্যমিকের পর কলকাতার সাউথ সিটি কলেজ থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন। কলেজে পড়াকালীনই ১৯৭৪ সালে  তিনি মিস ক্যালকাটা প্রতিযোগিতায় অংশগ্রহন করেন । আর এই প্রতিযোগিতায় তিনি জিতেও আসেন।  এরপর তিনি মিস বিউটিফুল স্মাইলের প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। এমনকি এখানেও তিনি প্রথম হয়েছিলেন। এইভাবেই একের পর এক প্রতিযোগিতা গুলিতে অংশ নিতে থাকেন। এরপর কলেজ শেষ হয়ে গেলে তিনি পুরোপুরি ভাবে অভিনয়ের সাথে যুক্ত হয়ে যান । কিন্তু কখনোই অভিনয়ের জন্য পড়াশোনাকে অবহেলা করেননি । যতটুকু পড়েছেন নিজের সর্বোচ্চ দিয়ে পড়েছেন ।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *