বঙ্গ রাজনীতির অলিন্দে পৌঁছে গেছে মতুয়া সম্প্রদায় !

বঙ্গ রাজনীতির অলিন্দে পৌঁছে গেছে মতুয়া সম্প্রদায় !

 

বঙ্গ রাজনীতির অলিন্দে

পৌঁছে গেছে মতুয়া সম্প্রদায় !

 

শাসক থেকে বিরোধী সকলেই

হরিচাঁদ ঠাকুরের আদর্শে !

 

তবে কে এই হরিচাঁদ ঠাকুর?

 

কিভাবে তৈরি হয়

মতুয়া সম্প্রদায়?

 

এই ঠাকুরবাড়ির কাহিনী

একেবারেই অন্যরকম !

 

চলুন দেরি না করে

জেনে নিই এই বিষয়ে

 

মতুয়া সম্প্রদায় ! পশ্চিমবঙ্গের বুকে সবচেয়ে আলোচিত একটি সম্প্রদায়। যাদের আরাধ্য দেবতা হরিচাঁদ ঠাকুর। শুধু পশ্চিমবঙ্গই নয়, গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে বাস করছেন মতুয়া জাতির মানুষেরা। সনাতন হিন্দুদের কাছে  হরিচাঁদ ঠাকুর ভগবানের সমান। ভগবানের আসনেই তাকে পুজো করা হয়! অনুকুল ঠাকুর, লোকনাথ বাবার মত ইনিও মানুষের মধ্যে এক আলাদাই জায়গা করে নিয়েছেন। বর্তমানে ভোটের আবহে মতুয়া সম্প্রদায় বিশেষভাবে নজরকাড়ে। ভোট ব্যাঙ্কে ভোট বাড়ানোর জন্য এই সম্প্রদায়কে তুরুপের তাস করা হচ্ছে। তবে সে যাই হোক না কেন হিন্দুদের কাছে হরিচাঁদ ঠাকুর এক আলাদাই আবেগ ! অনেকের মতে তিনি মানুষরুপী দেবতার অবতার। তবে এই দেবতাকে নিয়েও মানুষের মধ্যে নানারকমের কৌতূহল তৈরি হয়েছে। কিভাবে হরিচাঁদ ঠাকুরের উৎপত্তি ? কিভাবে তিনি বাংলার মানুষের কাছে আরাধ্য দেবতা হয়ে উঠলেন ?  হরিচাঁদ ঠাকুরের হাতে ধরে আজ যে মতুয়া সম্প্রদায়ের উত্থান , সেই উত্থান সম্পর্কে সকলে জানতে চায়। শুধু তাই নয় বাংলার রাজনীতির সাথে কিভাবে ওতপ্রোত ভাবে জড়িয়ে পড়েছে এই সম্প্রদায় সেই বিষয়ে জানতে চায় সকলেই ।

 

সবার আগে জানাই হরিচাঁদ ঠাকুরের উৎপত্তি  হল কিভাবে?

বর্তমানে বনগাঁর ঠাকুরনগরে হরিচাঁদ ঠাকুরের তীর্থস্থান। তবে গোড়ার দিকে এই তীর্থস্থান ছিল ওপার বাংলায়। একদম শুরু থেকেই শুরু করি । যশোবন্ত ঠাকুর ও অন্নপূর্ণা দেবীর সন্তান হরি চাঁদ ঠাকুর। ফরিদপুর জন্মগ্রহন করেছিলেন তিনি।  সেই সময় তাঁর বাবার ভিটে নিয়ে সমস্যা দেখা দেওয়ায়  ফরিদপুর ছেড়ে তারা ছলে যান অন্যত্রে । তাঁর বেড়ে ওঠা বাংলাদেশের ওরাকান্দিতে। তিনি ছিলেন নমঃশূদ্র পরিবারের সন্তান। আমাদের দেশে এই সম্প্রদায়কে অচ্ছুত বলে গন্য করা হয়। সমাজের কোনও স্তরে এদের জায়গা নেই । আর হরিচাঁদ ঠাকুরও এই সম্প্রদায় থেকেই উঠে এসেছেন। তিনি এমনই একজন মানুষ যাকে সমাজের উচ্চস্তরের মানুষের কাছে প্রতিনিয়ত লাঞ্ছনার শিকার হয়েছেন । সামান্য পড়াশোনার সুযোগ টুকু দেওয়া হয়নি। তবে তিনি নিজেকে

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *